ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ২৪ ঘন্টার মধ্যে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সড়ক-মহাসড়ক সংস্কারের নির্দেশ দিয়েছেন সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। আজ সকালে যশোর সার্কিট হাউজে সড়ক বিভাগের খুলনা অঞ্চলের নির্বাহী প্রকৌশলীদের সাথে মতবিনিময়কালে সংশ্লিষ্টদের এ নির্দেশ দেন তিনি।
মন্ত্রী বলেন, বর্ষা-বাদলেও সংস্কার কাজ বন্ধ রাখা যাবে। ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে হবে। সেজন্য রোদের অপেক্ষায় থাকা যাবে না। বৃষ্টির মধ্যেও কাজ করতে হবে।
এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কান্নাকাটি ছাড়া বিএনপির কোন রাজনীতি নেই। এজন্য আদালতের একটি পর্যবেক্ষণকে তারা ইস্যু হিসেবে নিয়ে রাজনীতি শুরু করেছে। এ রায়কে পুঁজি করে তারা এখন ক্ষমতায় যাওয়ারও স্বপ্ন দেখছে। ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপির অবস্থা এখন ঢাল-তলোয়ারহীন নিধিরাম সর্দারের মতো।
মতবিনিময় সভায় খুলনা অঞ্চলের নির্বাহী প্রকৌশলীরা ছাড়াও যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, যশোর-৫ আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার উপস্থিত ছিলেন।