খেলা

সাকিবের পর ৫০তম টেস্টে তামিমেরও অর্ধশতক

By Daily Satkhira

August 27, 2017

দীর্ঘ ১১ বছর পর দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে খেলতে নামা বাংলাদেশের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়লো বাংলাদেশ। এরপর লড়াই শুরু করেন ৫০তম ম্যাচের মাইলফলক খেলতে নামা তামিম-সাকিব। সাকিবের পর ৫০তম টেস্টে অর্ধশতক তুলে নিলেন তামিম ইকবালও।

বর্তমানে তামিম ৫০ রানে অপরাজিত আছেন। তিনি ২টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারি হাকিয়েছেন। অপরপ্রান্তে সাকিব ৬৩ রানে অপরাজিত আছেন। তামিম সাকিব জুটি ইতোমধ্যেই ১১৮ রান যোগ করেছেন। দলের স্কোর বর্তমানে ৩৯ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২৮ রান।

উল্লেখ্য সাকিব আল হাসান ও তামিম ইকবাল বর্তমানে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম দুই ভরসার নাম। তারা দুজনেই তাদের ক্যারিয়ারের ৫০ তম টেস্ট খেলতে চলেছেন। এর আগে মাত্র তিনজন বাংলাদেশি ক্রিকেটারের এই কৃতিত্ব রয়েছে। তারা হলেন মহম্মদ আশরাফুল, হাবিবুল বাশার ও মুশফিকুর রহিম।