ডেস্ক রিপোর্ট : খুলনা, সাতক্ষীরার নিকটতম জেলা। সেখানে জনপ্রশাসন এক অনন্য উদ্যোগ গ্রহণ করেছে, শিক্ষাকে শ্রেণি কক্ষে ফেরত আনার জন্য। কঠোর অভিযান চালানো হচ্ছে স্কুল চলাকালীন সময়ে চলা কোচিং সেন্টারের বিরুদ্ধে। কিন্তু সাতক্ষীরায় সর্বশেষ আইন-শৃঙ্খলা কমিটির সভায় সিদ্ধান্ত নেয়া হলেও এখনও অনেক কোচিং সেন্টারে স্কুল চলাকালীন সময়ে কোচিং চলছেই। এমনকি অভিযোগ রয়েছে সাতক্ষীরার অনেক সরকারি ও এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানেই শ্রেণি কার্যক্রম বন্ধ রেখে কোচিং চললেও কোন ব্যবস্থা নেয়া হয় না। আর ব্যাঙের ছাতার মত গজিয়ে ওঠা কোচিং সেন্টারগুলোতো আছেই। খুলনা নগরের বিভিন্ন কোচিং সেন্টারে অভিযান চালিয়ে তিনটি কোচিং সেন্টারে তালা লাগিয়ে দিয়েছে জেলা প্রশাসন। আজ রোববার জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. জাকির হোসেন এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে দৌলতপুরের ইংলিশ টিউটোরিয়াল হোম, বানরগাতি বাজারের সামিট কোচিং ও করোনেশন স্কুলের সামনের ইন্টারএইড কোচিং সেন্টারে তালা লাগিয়ে দেওয়া হয়।
জেলা প্রশাসন সূত্র জানায়, গত জুলাই মাসে অনুষ্ঠিত বিভাগীয় আইনশৃঙ্খলা কমিটির সভায় স্কুল চলাকালীন সময়ে কোনো কোচিং চলতে পারবে না সংক্রান্ত একটি সিদ্ধান্ত হয়। এরই ধারাবাহিকতায় গতকাল শনিবার এ ব্যাপারে খুলনা নগরের বিভিন্ন এলাকায় মাইকিং করে সবাইকে বিষয়টি জানিয়ে দেয় জেলা প্রশাসন। রোববার থেকে অভিযানে নামে।
এ ব্যাপারে নির্বাহী হাকিম মো. জাকির হোসেন বলেন, অভিযানকালে দৌলতপুরে অবস্থিত ইংলিশ টিউটোরিয়াল হোম সেন্টারে প্রায় ৪০ জন শিক্ষার্থী পাওয়া যায়। অভিযানের খবর শুনে পালিয়ে যান সেখানকার শিক্ষক। প্রায় ৪৫ মিনিট অপেক্ষা করেও শিক্ষককে হাজির করা যায়নি। পরে শিক্ষার্থীদের বের করে তালা ঝুলিয়ে জেলা প্রশাসনের অনুমোদন ছাড়া চালু না করার নোটিশ টানিয়ে দেওয়া হয়। এ ছাড়া প্রশাসনের নির্দেশ অমান্য করায় বানরগাতি বাজারের সামিট কোচিং ও করোনেশন স্কুলের সামনে ইন্টারএইড কোচিং সেন্টার তালাবদ্ধ করা হয়।
নির্বাহী হাকিম মো. জাকির হোসেন, শিক্ষার সুস্থ পরিবেশ নিশ্চিতকরণে এবং স্কুল চলাকালীন কোচিং-বাণিজ্য বন্ধে জেলা প্রশাসনের এ অভিযান চলবে।