দেবহাটা

দেবহাটায় বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার ভারতীয় আতশবাজি জব্দ

By Daily Satkhira

August 27, 2017

আসাদুজ্জামান : সাতক্ষীরার দেবহাটা উপজেলায় বিজিবি অভিযান পরিচালনা করে ১ লাখ ২৫ হাজার ৮৮০ টাকার ভারতীয় মূল্যবান আতশ বাজি জব্দ করেছে। রোববার সকালে উপজেলার চরশ্রীরামপুর বাগান এলাকা থেকে উক্ত আতশবাজি গুলো জব্দ করা হয়। জব্দকৃদ আতশবাজির মধ্যে রয়েছে, ভারতীয় বুড়মার চকলেট বাজি ১৬৪১৬টি, গোল্ডেন রক আতশবাজি ২১টি, কালার রকেট বোম বাজি ১৩৫০টি। যার বাজার মূল্য ১ লাখ ২৫ হাজার ৮৮০ টাকা বলে বিজিবি জানিয়েছে। তবে, এ ঘটনায় বিজিবি কোন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হননি। বিজিবি জানায়, কোরবানি ঈদকে সামনে রেখে দেবহাটা সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় আতশবাজিদ আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ১৭ বিজিবি ব্যাটেলিয়নের শাখরা বিওপির কমান্ডার নায়েব সুবেদার আব্দুর বারিক খান-এর নেতৃত্বে বিজিবির একটি টহল দল সকালে উপজেলার চরশ্রীরামপুর বাগান এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ১ লাখ ২৫ হাজার ৮৮০ টাকার ভারতীয় মূল্যবান আতশ বাজি জব্দ করা হয়। পরে জব্দকৃত মাদকদ্রব্যসমূহ ১৭ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়। বিজিবি ১৭ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মোঃ আব্দুল্লাহ আল মামুন এ ঘটনা নিশ্চিত করেছেন।