শিক্ষা

বন্যার্তদের জন্য সাতক্ষীরা সরকারি কলেজ রোভার এর সাহায্য ক্যাম্প

By Daily Satkhira

August 27, 2017

জান্নাতুল ফেরদৌস : বন্যার্তদের জন্য সাতক্ষীরা সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের পক্ষ থেকে দুই দিনব্যাপী সাহায্য ক্যাম্প করা হয়েছে। শনিবার ক্যাম্পের উদ্বোধন করেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিশ্বাস সুদেব কুমার। এসময় উপস্থিত ছিলেন উদ্ভিদবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক আমানুল্লাহ আল হাদী ভূগোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান আ. ফ. ম. গাউসার রেজা। দেশের বিভিন্ন উপকূলীয় অঞ্চল বন্যায় প্লাবিত হয়ে গেছে। সেখানে বিপদগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য অধ্যক্ষ এর অনুমতি নিয়ে রোভাররা এ ক্যাম্প করে।

কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং কলেজ এলাকার সাধারণ মানুষদের কাছ থেকে অর্থ সংগ্রহ করা হয়। সকলের পক্ষ থেকে সাতক্ষীরা জেলা রোভার স্কাউটের সদস্যরা এই অর্থ এবং ত্রাণ নিয়ে ২/১ দিনের মধ্যে চলে যাবে বন্যার্তদের কাছে।

জান্নতুল ফেরদৌস : ডেইলি সাতক্ষীরার মুক্তিযোদ্ধা মিজানুর রহমান ইন্টার্নশিপ কর্মসূচির একজন ইন্টার্ন।