এ. এস. এম মাকছুদ খান: সনাতন ধর্ম্বাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৭ দিনের ছুটির কবলে পড়ছে ভোমরাস্থল বন্দর। আজ বৃহস্পতিবার বিকাল থেকে বন্ধ হচ্ছে এ বন্দরের সকল আমদানি রপ্তানী কার্যক্রম। ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট(ই) কার্গো ওয়েলফেয়ার এ্যসোসিয়েশনের সম্পাদক পরিমল রায় স্বাক্ষরিত এক পত্রে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আগামী ৮ অক্টোবর শনিবার থেকে ১৩ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত ঘোজাডাঙ্গা বন্দর দিয়ে সকল আমদানি-রপ্তানী কার্যক্রম বন্ধ থাকবে বলে নিশ্চিত করেছেন। সেকারণে ভোমরাস্থল বন্দরের সকল কার্যক্রম বন্ধ টানা ৭ দিন বন্ধ থাকবে। এবিষয়ে ভোমরা সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম বলেন, সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব উপলক্ষে ৮ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত বন্দরের সকল আমদানি রপ্তানী কার্যক্রম বন্ধ থাকবে। ১৪ অক্টোবর শুক্রবার হওয়ার কারণে আগামী ১৫ অক্টোবর শনিবার থেকে যথারীতি বন্দরের কার্যক্রম শুরু হবে।