সম্প্রতি সোশ্যাল মিডিয়ার ছবি দুটি ভাইরাল। একটি ছবিতে দেখা যাচ্ছে হেলিকপ্টারে বসে সদ্য ধর্ষণে দোষী সাব্যস্ত গুরু রাম রহিম সিং। তার পরনে সাদা পায়জামা-পাঞ্জাবি, পায়ে সাদা জুতা। মুখে হাত (নখ কামড়াচ্ছেন?) দিয়ে বসে আছেন। যে হেলিকপ্টারে তিনি বসে আছেন তার গায়ে লেখা AW139 ।
আরেকটি ছবিতে দেখা যাচ্ছে- হেলিকপ্টার থেকে নামছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হেলিকপ্টারের গায়ে লেখা AW139। এই ছবিটি অবশ্য এক বছর পুরনো। ছবি দুটিতে একটাই কমন বিষয়। আর সেটা হল হেলিকপ্টারের গায়ে লেখা সংখ্যাটা। AW139 আসলে অগষ্টা ওয়েস্টল্যান্ডের হেলিকপ্টার। এই কপ্টারের মালিক আবার দেশটির প্রধানমন্ত্রী ঘনিষ্ঠ উদ্যোগপতি আদানি।
এই হেলিকপ্টারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মাঝে মধ্যেই চড়তে দেখা যায়। সেই হেলিকপ্টারে কিনা ধর্ষণের মতো গুরুতর অভিযোগে দোষী সাব্যস্ত এক অপরাধীকে উড়িয়ে জেলে নিয়ে যাওয়া হল। সোশ্যাল মিডিয়ায় এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। ইতিমধ্যে ছবিটি ভাইরাল হয়ে গেছে। সূত্র: কলকাতা টুয়েন্টিফোর।