প্রেস বিজ্ঞপ্তি : সোমবার সকাল ১০টায় মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের কাটিয়া টাউন বাজারের নিকটস্থ স্থায়ী কার্যালয়ে সংগঠনের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলা শাখার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু বক্কার সিদ্দিক। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার জন্য সংগঠনের জেলা শাখা, শহর শাখা ও সদর শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ হাসান ইমাম, সদর খানার আহবায়ক রিয়াজ উদ্দীন, পৌর শাখার সাংগঠনিক সম্পাদক সৈয়দ হোসেন ইমাম, আব্দুল আলিম, বাদশা, টগর সরকার প্রমুখ। সভায় সকল নেতৃবৃন্দের সম্মতিক্রমে মোঃ হাফিজুল ইসলামকে কে আহবায়ক ও মোঃ আব্দুর রহিম কে যুগ্ম আহবায়ক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়। কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে সম্মেলন করে পূর্নাঙ্গ কমিটি গঠনের নির্দেশ প্রদান করা হয়। কমিটি জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষর করে অনুমোদন করেন।