সাতক্ষীরা

সাতক্ষীরায় ৪৫ লক্ষ ৯৫ হাজার টাকার অনুদান দিলজেলা পরিষদ

By Daily Satkhira

August 28, 2017

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা জেলা পরিষদ ১০০টি শিক্ষা প্রতিষ্ঠান, সংগঠন ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন কাজের জন্য মোট ৪৫ লক্ষ ৯৫ হাজার ৯শ টাকার অনুদান দিয়েছে। জেলা পরিষদ কর্তৃক বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের এ চেক বিতরণ অনুষ্ঠান সোমবার দুপুরে জেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এ.এন.এম মঈনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম। এসময় তিনি বলেন, ‘সাতক্ষীরার বিভিন্ন মসজিদ, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট কবরস্থান, শশ্মানসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও সংগঠনের উন্নয়নে জেলা পরিষদ কাজ করে যাচ্ছে। এখানে কোন বৈষম্য বা স্বজনপ্রীতির সুযোগ নেই। সাধারণ মানুষের উন্নয়নে জেলা পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এস.এস খলিলুর রহমান ও জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মো. আমিনুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে জানানো হয়, সাতক্ষীরা ১০০ টি প্রতিষ্ঠান ও সংগঠনের অনুকুলে ৪৫ লক্ষ ৯৫ হাজার ৯শ টাকার চেক বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু, ডালিম কুমার ঘরামী, জেলা পরিষদের সদস্য আল ফেরদৌস আলফা, মো. আমজাদ হোসেন, ওবায়দুর রহমান লাল্টু, মীর জাকির হোসেন, মো. মনিরুল ইসলাম, মো. দেলোয়ার হোসেন, মো. মহিতুর রহমান, এস.এম আসাদুর রহমান, মো. নুরুজ্জামানসহ জেলা পরিষদের কর্মকর্তা ও সদস্যরা।