আন্তর্জাতিক

ডোকলাম থেকে ভারত ও চীনের সেনা প্রত্যাহার

By Daily Satkhira

August 28, 2017

ডোকলাম ইস্যুতে সোমঝোতায় এসেছে ভারত ও চীন। সীমান্ত থেকে সেনা সরাতে শুরু করেছে দুই দেশ। সোমবার দুপুরে এক বিবৃতিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এ ব্যাপারে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, টানা আড়াই মাস দুই দেশের সেনাবাহিনী মুখোমুখি অবস্থানে থাকলেও কূটনৈতিক সংযোগ বজায় রাখা হয়েছিল। সেই কূটনৈতিক আলোচনার মাধ্যমেই দুই দেশ সমঝোতায় পৌঁছেছে এবং সেনা সরানোর বিষয়ে সহমত হয়েছে ।

প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চীন সফরের আগেই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হলো। ‘ব্রিকস’ দেশগুলোর একটি বৈঠকে যোগ দিতে কয়েক সপ্তাহ পর চীনে যাচ্ছেন মোদি।

উল্লেখ্য, গত জুনে ভুটান এবং চীনের মধ্যে অবস্থিত ডোকলামে ভারতীয় বাহিনী ঢোকার পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা শুরু হয়। চীন ও ভুটান উভয়ই ওই এলাকাকে নিজের বলে দাবি করে আসছে। এদিকে ভারতের দাবি, ভুটানের অনুরোধেই ভারতীয় বাহিনী ওই এলাকায় ঢোকে।