সাতক্ষীরা

জেলা স্বেচ্ছাসেবক লীগের বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

By Daily Satkhira

August 28, 2017

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমিতে বিকাল ৫টায় জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মারুফ হাসান মিঠুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলীর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শেখ সাহিদ উদ্দীন, সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, প্রচার সম্পাদক শেখ নুুরুল হক, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, আইন বিষয়ক সম্পাদক এড. ওসমান গণি, সদস্য ডাঃ মুনসুর, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক লায়লা পারভীন সেজুতি। এসময় উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক খন্দকার আনিসুর রহমান, পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক রাশেদুজ্জামান রাশি, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিল্টন, সাবকে ছাত্রনেতা কাজী আক্তার হোসেন, মহিউদ্দীন, নাছির রহমাতুল্লাহ শাহাজাদা, আবু ছালেক, মতিউর রহমান, শেখ জাহাঙ্গীর কবির, শফি খান, উজ্জল হোসেন, শেখ ইমরান হাসান বিপ্লব, শাহাদাত হোসেন, খাইরুল ইসলাম, আশিকুর রহমান, রেজানুজ্জামান লিটু, মুজিবুর রহমান, এম এন রহমান স্বপন, মাজহারুল ইসলাম, জীবন, শাওলী, শরিফা, রবিউল, মোস্তফা, সৈয়দ মহিউদ্দীন, শহীদুজ্জামান পাইলট, আবুল হাসান, জি এম বাপ্পী, মোতাহার হোসেন, বিল্টু, সানাম, সিরাজুল, বিকাশসহ সকল উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। বঙ্গবন্ধুর জন্ম না হলে এদেশ স্বাধীন হতো না। শৈশব থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশের প্রতি ছিল অন্য রকম মমোত্ববোধ। স্কুল জীবন থেকেই শিশুদের প্রতি, সহপাঠীদের প্রতি তার উদারতা ছিল অন্যদের থেকে অনেক বেশি। তার পর কলেজ এরপর বিশ্ববিদ্যালয়ে পড়াশুনার সময়ও তিনি সব ক্ষেত্রে সাহসিকতা পরিচয় দিয়েছেন। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৬৬ সালের ৬দফা, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান ও সবশেষ মহান মুক্তিযুদ্ধে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা ছিল অগ্রগই্য। বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা বাংলাদেশ নামক রাষ্ট্র পেতাম না, পেতাম না স্বাধীন পতাকা, স্বাধীনভাবে চলাচলের অধিকার, চাকরির অধিকার। বাংলাদেশ স্বাধীন না হলে আমরা এ দেশে রাজনীতি করতেও পারতাম না। বক্তারা আরো বলেন, বাংলাদেশ বর্তমান বিশ্বে এখন একটি রোল মডেল হিসাবে পরিচিতি লাভ করেছে। এখন আর বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি নয়। প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশ উন্নত বিশ্বের তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। প্রযুক্তি, খেলাধুলা, শিক্ষা, সাংস্কৃতিসহ সকল দিক দিয়ে বাংলাদেশ এগিয়ে চলেছে দুর্বার গতিতে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ নিয়ে গেছে উন্নয়নের দারপ্রান্তে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ কে বিজয়ী করতে সকল ভেদাভেদ ভুলে শেখ হাসিনা সরকারকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় বসাতে হবে। কোন অপশক্তি আর যাতে এদেশের শাসন ক্ষমতায় আসতে না পারে সে জন্য আমাদের একসাথে কাজ করতে হবে।