আশাশুনি

আশাশুনিতে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত পোস্টার ও ব্যানার ছিঁড়েছে দুর্বৃত্তরা!

By Daily Satkhira

August 29, 2017

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদ নির্বাচন ও ঈদ-উল-আয্হাকে সামনে রেখে সরকারের উন্নয়নমূলক বিভিন্ন কর্মকান্ডের চিত্র এবং শুভেচ্ছা জানাতে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলায় বিভিন্ন স্থানে টানানো বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি সম্বলিত সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপির পোস্টার ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা। এ বিষয়ে ডা. আ ফ ম রুহুল হক এমপি জানান, যারা সরকারের উন্নয়ন চায়না, যারা ২০১৩-১৪ সালে দেশটাকে জঙ্গী-সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল তারা আবার মাথা তোলার চেষ্টা করছে। ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারকে যারা নৃশংসভাবে-জঘন্যভাবে হত্যাকান্ড ঘটিয়েছিল,২১ আগস্টে জননেত্রী শেখ হাসিনাকে যারা হত্য করার চেষ্টা করতে গিয়ে ২৪ জন আওয়ামীলীগের নেতা-কর্মীদের হত্যা করেছিল, ২০১৪ সালে সংসদ নির্বাচনের সময়ে যারা দেশে তান্ডব চালিয়েছিল, চলন্ত বাসের ভিতরে আগুন দিয়ে যারা শিশুকে পুড়িয়ে মেরেছিল এবং আশাশুনি, দেবহাটার কয়েকজন আওয়ামীলীগের নেতা-কর্মীকে যারা হত্য করেছিল তারাই এখন আবার নির্বাচনে আসতে চাচ্ছে। তারা দেশকে ধ্বংস করার অস্থিতিশীল প্রক্রিয়ায় নেমেছে। তিনি সকলের প্রতি দায়িত্বশীল হয়ে তাদেরকে প্রতিহত করতে এবং জননেত্রী শেখ হাসিনাকে যাতে করে নেতৃত্ব থেকে না সরাতে পারে সেদিকে খেয়াল রেখে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এবং তিনি আরও বলেন, আমি এ সকল দুর্বৃত্তদের গ্রেফতার ও তীব্র নিন্দা জানাচ্ছি। উল্লেখ্য, গত ২৮ আগস্ট সোমবার রাতে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে কয়েকটি এলাকার পোস্টার ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা। এবিষয়ে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম শাহীন বলেন, এখনো লিখিত কোন অভিযোগ আসেনি। তবে আমরা নিজেদের উদ্যোগে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা করছি।