সাতক্ষীরা

সাতক্ষীরায় বিনম্র শ্রদ্ধায় সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের স্মরণ সভা

By daily satkhira

October 06, 2016

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় বিনম্র শ্রদ্ধায় সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় সাতক্ষীরা প্রেসক্লাবে একাত্তর এর ঘাতক দালাল নির্মূল কমিটি সাতক্ষীরা জেলা শাখা এ স্মরণ সভার আয়োজন করেন। একাত্তর এর ঘাতক দালাল কমিটির সাতক্ষীরালা সদস্য অধ্যক্ষ সুভাষ সরকারের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ, প্রফেসর নিমাই মন্ডল, এড. ফাহিমুল হক কিসলু, বিশিষ্ট সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির সদস্য সচিব হাফিজুর রহমান মাসুম, পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক রাশেদুজ্জামান রাশি, সদর উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক  আবুল কালাম আজাদ, একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির পৌর শাখার সম্পাদক রওনক বাছাড় প্রমুখ। সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও ঘাতক দালাল নির্মূল কমিটির সদর উপজেলা শাখার সভাপতি শেখ হারুন উর রশিদদের পরিচালনায় বক্তারা বলেন, সৈয়দ শামসুল হক ছিলেন স্বাধীনতার স্বপক্ষের কবি, মুক্ত চিন্তার মানুষ। অসাম্প্রদায়িক চেতনার কবি। তিনি শুধু কবি ছিলেন না তিনি সাহিত্যের পাশাপাশি গণসঙ্গীতসহ জনপ্রিয় ধারার সঙ্গীতেও অসামান্য অবদান রেখেছিলেন। তার প্রতিটি লেখার মধ্যে ছিল শোষণ পিড়িত মানুষের মুক্তির কথা, ছিল বাংলার জয়গানের কথা। তার লেখার মাধ্যমে তিনি আজ আমাদের মাঝে স্মরনীয় হয়ে আছেন। দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে অন্যতম অভিভাবকের ভুমিকায় অসামান্য অবদান রেখেছেন তিনি। তার বিয়োগে জাতি এক প্রতিভাবান ব্যক্তিকে হারিয়েছে। যতদিন বাংলাদেশ ততদিন তিনি এদেশের মানুষের মাঝে বেঁচে থাকবেন। স্মরণ সভায় সৈয়দ শামসুল হক রচিত কবিতার আংশিক আবৃতি করেন দিলরুবা রোজ ও পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পি আবু আফ্ফান রোজ বাবু।