কালিগঞ্জ

কালিগঞ্জে চিকিৎসা সহায়তার চেক প্রদান

By Daily Satkhira

August 30, 2017

ভ্রাম্যমাণ প্রতিনিধি, কালিগঞ্জ : কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের বাজারগ্রাম এলাকার বাসিন্দা গুরুতর অসুস্থ রফিকুল ইসলামকে সাতক্ষীরা জেলা পরিষদের পক্ষ থেকে ১০ হাজার টাকার চিকিৎসা সহায়তার চেক প্রদান করেছেন জেলা পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য নুরুজ্জামান জামু। মঙ্গলবার বিকেলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যালয়ে চেক প্রদানকালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নং কুশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ উজ্জ্বল, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হক, মথুরেশপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলাউদ্দীন গাজী, মথুরেশপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতা জামিল আহমেদ সুমন, আশরাফুল ইসলাম কদম প্রমুখ। জেলা পরিষদ সদস্য নুরুজ্জামান জামু অসহায় পঙ্গু রফিকুল ইসলামকে জেলা পরিষদ প্রদত্ত ১০ হাজার টাকার চেক প্রদান করেন।