কলারোয়া

কলারোয়ায় ২টি ক্লিনিককে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

By Daily Satkhira

August 30, 2017

কলারোয়া অফিস : কলারোয়ায় দুটি ক্লিনিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলার কাজীরহাট এলাকার দুটি বেসরকারি ক্লিনিকে মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। জানাগেছে- কাজীরহাটের জননী ক্লিনিক ও রহিমান নার্সিং হোমে বিভিন্ন অনিয়মের অভিযোগে ১৫হাজার টাকা করে তাৎক্ষনিক জরিমানা আদায় করা হয়। মেয়াদোত্তীর্ন কাগজপত্র, ডিপ্লোমা নার্স না থাকা, পরিষ্কার-পরিচ্ছন্ন না থাকা, ডিগ্রিধারী প্যাথলোজিস্ট না থাকা, নিয়মিত এমবিবিএস ডাক্তার না থাকাসহ অন্যান্য কারণে ওই জরিমানা করা হয়। তাদেরকে আগামি ১৫ কার্যদিবসের মধ্যে কাগজপত্র ও সার্বিক অন্যান্য বিষয়গুলো সমাধান নিশ্চিত করার শর্ত দেয়া হয় বলে জানা গেছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাতক্ষীরার নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসরিকা জাহান। এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. ইকবাল মাহমুদসহ অন্যরা। এদিকে, মোবাইল কোর্ট পরিচালনা করে কর্মকর্তা চলে যাওয়ার ১৫মিনিট পরেই অজ্ঞানের ডাক্তার ছাড়াই রহিমা নার্সিং হোমে দুটি অপারেশন করার সময় স্থানীয় মানুষের বাধার মুখে তা বন্ধ হয়ে যায়।