আশাশুনি

আশাশুনিতে উন্নয়নের শিক্ষা বৃত্তির টাকা বিতরণ

By Daily Satkhira

August 30, 2017

আশাশুনি ব্যুরো : আশাশুনিতে পল্লী কর্ম-সহায়ক ফাউ-েশনের সহযোগিতায় এবং উন্নয়ন সংস্থার আয়োজনে অতিদরিদ্র কার্যক্রমভুক্ত সদস্যর মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি ২০১৫ এবং ২০১৬ প্রদান করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান এর কার্যালয়ে ও শোভনালী ইউপি চেয়ারম্যান এর কার্যালয়ে পৃথক দুটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। আশাশুনি সদরে বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আশাশুনি ইউপি চেয়ারম্যান, স ম সেলিম রেজা মিলন। সভাপতিত্ব করেন উন্নয়ন সংস্থার সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী আশাশুনি ইউনিয়ন, মো: তারিকুর রহমান। অন্যদের মধ্যে আশাশুনি ইউনিয়নের শাখা ব্যবস্থাপক অতীশ দিপঙ্কর মন্ডল, সহকারী হিসাবরক্ষক তাপসী তরফদার, সমৃদ্বি স্বাস্থ্য কর্মকর্তা ইকবাল কবির, সমাজ উন্নয়ন কর্মকর্তা জাবের হোসেন, মাঠকর্মী মিজান, করিম, শঙ্কর, রাজ্জাক, হানিফ এবং স্থানীয় মেম্বারগণ ও গুণীব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় ছয় জন মেধাবী ছাত্র ছাত্রীদের প্রত্যেকের হাতে বার হাজার টাকা করে সর্বমোট বাহাত্তর হাজার টাকার চেক তুলে দেন। শোভনালীতে পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শোভনালী ইউপি চেয়ারম্যান প্রফেসর ম. মোনায়েম হোসেন। সভাপতিত্ব করেন উন্নয়ন সংস্থার সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী আশাশুনি ইউনিয়ন তারিকুর রহমান। অন্যদের মধ্যে শোভনালী ইউনিয়নের শাখা ব্যবস্থাপক মো: আরাফাতুর রহমান, সহকারী হিসাবরক্ষক সাজ্জাদ হোসেন, মাঠকর্মী মিজান, করিম, শঙ্কর, রাজ্জাক, হানিফ এবং স্থানীয় মেম্বারগণ ও গুণীব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এগার জন মেধাবী ছাত্র ছাত্রীর প্রত্যেকের হাতে বার হাজার টাকা করে সর্বমোট এক লক্ষ বত্রিশ হাজার টাকার চেক তুলে দেন।