সাতক্ষীরা

মাদক, চোরাচালান ও নারী-শিশু পাচার প্রতিরোধে মতবিনিময় সভা

By daily satkhira

October 06, 2016

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে মাদক, চোরাচালান ও নারী-শিশু পাচার প্রতিরোধে বিজিবি এবং স্থানীয় জনপ্রতিনিধি ও সুধি সমাজের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তলুইগাছা বিওপি ক্যাম্পে এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। তলুইগাছা বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার হুমায়ন কবিরের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা ৩৮ বিজিবি অধিনায়ক লে: কর্ণেল মো: আরমান হোসেন পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-অধিনায়ক মেজর সৈয়দ লোকমান হামিদ, বাঁশদাহ ইউপি চেয়ারম্যান মোশারাফ হোসেন, কেড়াগাছি ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, ভোমরার সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম, কুশখালী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শ্যামল, চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম, প্রফেসর আমিনুর রহমান, কার্তিক চন্দ্রসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা এ সময়, সীমান্তে মাদক, চোরাচালান ও নারী-শিশু পাচার প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।