সাতক্ষীরা

সাতক্ষীরায় তুচ্ছ ঘটনায় ৫ সংখ্যালঘু নারীকে পিটিয়ে জখম ও হুমকির অভিযোগ

By Daily Satkhira

August 30, 2017

নিজস্ব প্রতিবেদক : তুচ্ছ ঘটনায় সংখ্যা লঘু পরিবারের ৫জন নারীকে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে শহরের কুখরালীর টাবরার ডাঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ। আহতরা হলেন, একই প্রফুল্ল সরকারের স্ত্রী কাঞ্চন সরকার, কৃষ্ণ পদ সরকারের স্ত্রী জবা দাসী, আনন্দ সরকারের স্ত্রী কনিকা সরকার, ভোলানাথ সরকারের স্ত্রী সম্পা রানী, শিরোমনি সরকারের স্ত্রী সীতা রাণী। তবে এ বিষয়ে অভিযোগ দিতে ভয় পাচ্ছেন তারা। স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে হিন্দু সম্প্রদায়ের ঘেরে পাশ্ববর্তী হাঁস পড়ে ছোট ছোট পোনা মাছ নষ্ট করছিল। এসময় তারা হাঁসগুলো ধরে বাড়িতে নিয়ে আসেন। এঘটনা জানান পর হাঁসের মালিকরা সংখ্যালঘু সম্প্রদায়ের পরিবারের সদস্যদের নানাভাবে হুমকি ধামকি প্রদান করে। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি মিমাংসার চেষ্টা করেন। কিন্তু ওই দিন সন্ধ্যায় আমতলা এলাকার সাহানুর, ইউসুফ-১ মহিনুর, হাসিব, ইউসুফ, আবুল খায়ের, অমিত হাসানসহ কয়েকজন যুবক ওই হিন্দু পরিবারের পুরুষ সদস্যরা বাড়িতে না থাকায় মহিলাদের উপর হামলা করে। এতে ৫জন মহিলা গুরুতর আহত হন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে তারা। বিষয়টি জানতে পেরে ইটগাছা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজিজুল ইসলাম ঘটনাস্থলে পৌছে কুখরালী এলাকার আব্দুর রউফের ছেলে আবুল খায়ের ও একই এলাকার ফারুক হোসেনের ছেলে অমিত হাসানকে আটক করে। ওই রাতেই তাদের সদর থানায় প্রেরণ করেন তিনি। এবিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ মারুফ আহমেদ জানান, এঘটনা শুনেছি। কিন্তু কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে অবশ্যই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এবিষয়ে ঘটনাস্থলে যেয়ে হামলাকারীদের কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এদিকে এঘটনার খবর পেয়ে সাতক্ষীরা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, যুগ্ম সম্পাদক নিত্যনন্দ আমীন, জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক রঘুজিৎ গুহ, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ সাতক্ষীরা সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শিবপদ গাইন, অসীম দাশসোনাসহ নেতাকর্মীরা মঙ্গলবার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন। নেতৃবৃন্দ এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং এই ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির জন্য সাতক্ষীরা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।