খেলা

আমরা সিরিজটাও জিতবো-মুশফিকুর রহিম

By Daily Satkhira

August 30, 2017

ঘামে ভেজা শরীর। কিন্তু মুখে বিজয়ের হাসি। গর্বে যে বুকটা ফুলে যাচ্ছে মুশফিকুর রহিমের। সেটা না দেখা গেলেও হাসিতে স্পষ্ট। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সেই গর্বেই ঘোষণা দিলেন বাংলাদেশের টেস্ট কাপ্তান, ‘আমরা সিরিজটাও জিতবো।।’

মিরপুরের হোম অব ক্রিকেটে ক্ষণে ক্ষণে রঙ বদলানো টেস্টটা ২০ রানে জিতে নিয়েছে বাংলাদেশ। ম্যাচ কখনও হেলে গেছে টাইগারদের দিকে, কখনও হেসেছে অজিদের মুখ। তবে বেশিরভাগটা জুড়েই ছিল স্বাগতিকদের আধিপত্য। ১১ বছর আগে ফতুল্লায় ঐতিহাসিক জয়ের দ্বারপ্রান্ত থেকে খালি হাতে ফেরা বাংলাদেশের হাতে উঠেছে অজিদের বিপক্ষে প্রথম বিজয়।

আগের চারবারের দেখায় খালি হাতে ফেরা টাইগারদের পঞ্চমবারের চেষ্টায় অজি বধের অবদানে অধিনায়ক মুশফিক সমস্ত কৃতিত্ব দিলেন তামিম-সাকিব ও বোলারদের। প্রচণ্ড গরমে নিজে যে উইকেটকিপিং করলেন, সেজন্য নিজের দিকে কৃতিত্বটা নিলেন না এতটুকুও!

‘বিপদের সময় তামিম-সাকিবের ব্যাটিংটাই আমাদের পুঁজি দিয়েছে। আমরা ভালো একটা সংগ্রহ পেয়েছি। আর বোলাররাই যা করার করেছে। সাকিব-মিরাজ-তাইজুলরা অসাধারণ বল করেছে। বিশেষ করে সাকিব। সেই দলকে পথ দেখিয়েছে।’

প্রথম ইনিংসে শুরুতেই ১০ রানে ৩ উইকেট হারানো বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে তামিম-সাকিবের ১৫৫ রানের জুটিতে। মুশির ইঙ্গিত, এটাই ম্যাচের টার্নিং পয়েন্ট। পুরষ্কার বিতরণীতে ধারাভাষ্যকার শামীম চৌধুরীকে জানালেন এমনকিছুই। পরে সংবাদ সম্মেলনে সফরকারী অধিনায়ক স্মিথও বললেন একই কথা, তামিম-সাকিবের জুটিই ছিল টার্নিং।

পুরষ্কারের মঞ্চে দেশবাসীকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন মুশি। সঙ্গে অস্ট্রেলিয়াকে দিয়েছেন প্রচ্ছন্ন হুমকিও, ‘আশা করি আমরা সিরিজটাও জিতবো।’