সাতক্ষীরা

ঝাউডাঙ্গায় নির্মাণাধীন অবৈধ স্থাপনা বন্ধের নির্দেশ: ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের জেল

By daily satkhira

October 06, 2016

নিজস্ব প্রতিবেদক : সদর উপজেলার ঝাউডাঙ্গা বাজারে সরকারি জায়গায় নির্মাণাধীন অবৈধ স্থাপনা বন্ধের নির্দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ইউনিয়ন পরিষদ সংলগ্ন কাঁচা বাজারে ঝাউডাঙ্গা মৌজার ১নং খতিয়ানভূক্ত ১৩৪/৭২ নং দাগে ৬৮৪ বর্গমিটার জমির উপর ইউনিয়ন ভূমি অফিসের নোটিশ উপেক্ষা করে পাকা দোকান ঘর নির্মাণ করছিলেন মো. সেলিম রেজা। বৃহস্পতিবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মনিরা পারভিন ঘটনাস্থলে অভিযান চালিয়ে নির্মাণাধীন অবৈধ এ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, সার্ভেয়ার এমদাদ হোসেন, ঝাউডাঙ্গা আঞ্চলিক প্রেক্লাবের সভাপতি মো. মনিরুল ইসলাম মনি, ইউপি সদস্য মো. আব্দুল মালেক, দফাদার মো. কামরুল ইসলাম প্রমুখ। ভ্রাম্যমাণ আদালতে পাথরঘাটা গ্রামের আলহাজ্ব আব্দুর রউফের ছেলে তামান্না ফিসের স্বত্ত্বাধিকারি মো. সেলিম রেজাকে অবৈধভাবে পাকা দোকান ঘর নির্মাণ করে সরকারি সম্পত্তি আত্মসাতের অভিযোগে ১ মাসের কারাদণ্ড প্রদান করেন। এর আগে ইউনিয়ন ভূমি অফিস তাদেরকে নির্মাণ কাজ বন্ধ রাখতে এবং মালামাল অপসারণ করতে নোটিশ প্রদান করেন।এসবের তোয়াক্কা না করে নির্মাণ কাজ অব্যাহত থাকলে পত্রিকায় সংবাদ প্রকাশের পর নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা পারভিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।