শিক্ষা

সাতক্ষীরার কালিগঞ্জ পাইলটসহ দেশের ৫ মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ করে আদেশ জারি

By Daily Satkhira

August 30, 2017

ন্যাশনাল ডেস্ক : রাষ্ট্রীয়করণের জন্য চূড়ান্ত তালিকায় থাকা আরও পাঁচটি মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ করেছে সরকার। সাতক্ষীরার কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, গাইবান্ধার ফুলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়, পলাশবাড়ী এস এম মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও সাতক্ষীরার কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করে বুধবার আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এছাড়া সাতক্ষীরার কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় এবং সৈয়দপুরের তুলশীরাম বালিকা উচ্চ বিদ্যালয়কেও সরকারি করে নেওয়া হয়েছে। আদেশে বলা হয়েছে, সরকারি হওয়া এসব বিদ্যালয়ের শিক্ষকরা অন্য বিদ্যালয়ে বদলি হতে পারবেন না। সবশেষ গত ১৩ অগাস্ট চাঁপাইনবাবগঞ্জের তিনটি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করে আদেশ জারি করেছিল শিক্ষা মন্ত্রণালয়। যেসব উপজেলায় সরকারি কলেজ ও মাধ্যমিক বিদ্যালয় নেই, সেখানে একটি করে কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করছে সরকার। এর ধারাবাহিকতায় দেশের ৪০টি মাধ্যমিক বিদ্যালয় এবং ২৮৫টি কলেজ জাতীয়করণের জন্য চূড়ান্ত করে এসব প্রতিষ্ঠানের স্থাবর-অস্থাবর সম্পত্তি সরকারের কাছে হস্তান্তরের নির্দেশ দিয়ে গত বছর ২১ মার্চ আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। চূড়ান্ত তালিকায় থাকা বিদ্যালয়গুলোতে সব ধরনের নিয়োগ কার্যক্রম বন্ধ রাখতেও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।