অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের স্কোয়াডে পরিবর্তন আনেনি বাংলাদেশ। মিরপুরের দলটাই থাকছে চট্টগ্রাম টেস্টের জন্য। মোসাদ্দেক হোসেন সৈকত বাঁ-চোখের কর্নিয়ায় ভাইরাল ইনফেকশন থেকে পুরোপুরি সেরে না ওঠায় দ্বিতীয় টেস্টেও রাখা হয়নি তাকে।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৪ সেপ্টেম্বর শুরু হবে ম্যাচটি। মিরপুরে প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ২০ রানে হারিয়ে সিরিজের ১-০তে লিড নিয়েছে বাংলাদেশ।
চোটের কারণে অস্ট্রেলিয়া দল থেকে ছিটকে গেছেন পেসার হ্যাজেলউড। স্পিন শক্তি বাড়াতে তার জায়গায় বাংলাদেশে আসছেন বাঁহাতি স্পিনার ও’কিফ।
দ্বিতীয় টেস্টের বাংলাদেশ দল : মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, নাসির হোসেন, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, নাসির হোসেন, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান, মুমিনুল হক, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ।