ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের শ্রীমন্তকাটী গ্রামে ৩৭ লাখ ৮০ হাজার টাকা ব্যয়ে ৩.৭৮০ কিঃমিঃ নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উক্ত বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এ্যড. মুস্তফা লুৎফুল্লাহ। জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ রবিউল ইসলাম মুক্তির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যক্ষ রামপ্রসাদ দাশের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার রবীন্দ্রনাথ দাস, এজিএম গোবিন্দ মহলাদার, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক উপাধ্যক্ষ মহিবুল্লাহ মোড়ল, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, খেশরা ইউপি চেয়ারম্যান প্রভাষক রাজিব হোসেন, তালা উপজেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম এবং জেলা ইশা আন্দোলনের নেতা মাওলানা আছাদুল হক প্রমুখ। উল্লেখ্য, ৩২০ জন গ্রাহক ৩.৭৮০ কিঃমিঃ নতুন বিদ্যুৎ সংযোগের অর্ন্তভূক্ত হলো। এরমধ্যে ৩১৪ জন আবাসিক এবং ৬ টি দাতব্য প্রতিষ্ঠান।