শ্যামনগর

শ্যামনগরে মাদার নদী ভাঙ্গন রক্ষায় মানববন্ধন

By daily satkhira

October 06, 2016

শ্যামনগর ব্যুরো : শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের মাদার নদীর ভাঙ্গনকৃত বেড়ীবাধ সংস্কারের দাবিতে গতকাল সকাল ১০ টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। রমজাননগর ইউনিয়ন পরিষদ, স্থানীয় জনগণ, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম ও বারসিক এর আয়োজনে মানববন্ধনে হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন। স্থানীয় চেয়ারম্যান মোঃ আকবর আলী তার বক্তব্য বলেন মাদার নদীর ভাংঙ্গকৃত ১শত ৫০ফুট বেড়ীবাধ ভাঙ্গন পরস্পর মারাত্মক আকার ধারণ করেছে। ভাঙ্গন এলাকায় একটি সাইক্লোন সেল্টার, সেখানে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। দ্রুত ভাঙ্গন এলাকায় সরকারি ভাবে কাজ না হলে বেড়ীবাধ ভেঙ্গে রমজাননগর সহ নুরনগর, ঈশ্বরীপুর সহ কয়েকটি ইউনিয়ন নদীর পানিতে ভেসে যাবে। ইহাতে জানমালের ও মৎস্য ঘেরের ব্যাপক ক্ষতির সম্ভাবনা। চেয়ারম্যান আরো বলেন এ ব্যাপরে মাননীয় প্রধানমন্ত্রী, পানি সম্পদ মন্ত্রী সহ সাতক্ষীরা জেলা ও শ্যামনগর উপজেলার দায়িত্বশীল ব্যাক্তিদের নিকট সাংবাদিকদের মাধ্যমে বেড়ীবাধ রক্ষার আহবান জানান। এ সমায় রমজাননগর ইউনিয়নের ইউপি সদস্য/সদস্যা গন্যমান্য ব্যক্তিবর্গ সহ হাজার হাজার মানুষ মানববন্ধনে অংশ নেন।