খেলা

দুই ‘অপরাধে’ তামিমের ‘শাস্তি’

By Daily Satkhira

August 31, 2017

অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো টেস্টে হারানোর অন্যতম নায়ক তামিম ইকবালকে ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি।

তামিমকে ‘দুটি অপরাধে’ এই শাস্তি দেয়া হয়েছে। ম্যাচের চতুর্থ দিন ম্যাথু ওয়েড গ্লাভস পরিবর্তন করছিলেন। তখন লাঞ্চের সময় এগিয়ে আসছিল। ওয়েড সময় নষ্ট করছেন এমন অভিযোগ এনে তামিম মাঠের আম্পায়ারদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি কিছুটা উত্তেজিত হয়ে পড়েন। আইসিসি বিষয়টি ভালোভাবে নেয়নি।

এরপর ওয়েড আউট হয়ে গেলে তামিম তাকে সাজঘরে ফিরতে ইঙ্গিত দেন। এই আচরণও মাঠের দুই আম্পায়ার নোট করে রাখেন।

এক বিবৃতির মাধ্যমে আইসিসি জানিয়েছে, ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা দেয়ার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টও যোগ হবে তামিমের নামের পাশে।

নিয়ম অনুযায়ী, আচরণবিধি লঙ্ঘনের জন্য গুরুত্ব বিবেচনা করে ‘ডিমেরিট’ পয়েন্ট দেওয়া হয়। ‘অপরাধে’র গুরুত্ব অনুযায়ী সর্বনিম্ন ১ পয়েন্ট থেকে শুরু করে সর্বোচ্চ ৪ পয়েন্ট পর্যন্ত দেওয়া যায়। ২৪ মাসের মধ্যে কোনো খেলোয়াড় ৪টি ‘ডিমেরিট’ পয়েন্ট পেলে ২টি নিষেধাজ্ঞা পয়েন্ট যোগ হয়। এর ফলে এক টেস্ট কিংবা দুটি ওয়ানডে বা দুটি টি-টোয়েন্টি ম্যাচে নিষিদ্ধ হতে হয় খেলোয়াড়কে।

বাংলাদেশ ম্যাচটিতে ২০ রানে জয় পায়। তামিম প্রথম ইনিংসে ৭১ রান করার পর দ্বিতীয় ইনিংসে ৭৮ করেন।