তালা

তালায় দুর্যোগ বিষয়ক দু’দিনের প্রশিক্ষণ সমাপ্ত

By Daily Satkhira

September 01, 2017

তালা প্রতিনিধি : উন্নয়ন সংগঠন আশ্রয় ফাউন্ডেশন এর বাস্তবায়নে দাতা সংস্থা অক্সফ্যাম এর অর্থায়নে, এবং মুক্তি ফাউন্ডেশন এর আয়োজনে এমপাওয়ারিং লোকাল এন্ড ন্যাশাল হিউম্যানিটিরিয়ান এ্যাকটরস (এলনা) প্রকল্পের আওতায় ইউডিএমসির সদস্য, শিক্ষক ও এনজিও প্রতিনিধিদের দুর্যোগ বিষয়ক মকড্রিল প্রশিক্ষণ বৃহস্পতিবার শেষ হয়েছে। তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার দুইদিন ব্যাপী চলা প্রশিক্ষণের শেষ দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের আনুষ্ঠানিক সমাপনী ঘোষণা করেন। উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণের সমাপনী দিনে সভাপতিত্ব করেন মুক্তি ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক গোবিন্দ ঘোষ। প্রশিক্ষণে অংশগ্রহণ করেন তালা উপজেলার সাংবাদিক, শিক্ষক, ইউডিএমসি ও লিড পার্টনারের প্রতিনিধি বৃন্দ। প্রশিক্ষণ চলাকালীন সার্বিক সহযোগিতায় ছিলেন আশ্রয় ফাউন্ডেশন, এলনা প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মো. মিজানুর রহমান ও প্রোগ্রাম অফিসার-ফাইনান্স সন্দীপ সাহা। রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন মো. জয়নাল আবেদীন ও বনশ্রী ভান্ডারী। প্রশিক্ষণে দুর্যোগ পূর্বক, দুর্যোগকালীন ও পরবর্তীতে করণীয় বিষয় নিয়ে দিন ব্যাপী আলোচনা হয়।