আশাশুনি

সাতক্ষীরা জেলার কোথায় কখন পবিত্র ঈদুল আযহার জামাত

By Daily Satkhira

September 01, 2017

মাহফিজুল ইসলাম আককাজ : ঈদ মোবারক, ঈদ মোবারক, পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে সাতক্ষীরা জনপ্রিয়তম অনলাইন নিউজ পোর্টাল ডেইলি সাতক্ষীরার পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা। শনিবার পবিত্র ঈদুল আযহা। পাঠকদের সুবিধার্থে সাতক্ষীরার বিভিন্ন স্থানে ঈদ জামাতের সময়সূচি প্রকাশ করা হল- সাতক্ষীরায় প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে মুনজিতপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৭ টা ৩০ মিনিটে, সাতক্ষীরা কালেক্টরেট জামে মসজিদ সকাল ৭ টা ১৫ মিনিটে, সাতক্ষীরা পুলিশ লাইনস জামে মসজিদ ৭ টা ৩০ মিনিটে, সাতক্ষীরা স্টেডিয়ামের ঈদ জামাত অনুষ্ঠিত হবে পলাশপোল তেঁতুলতলা জামে মসজিদে সকাল ৮টায়, পলাশপোল চৌধুরী পাড়া বায়তুল আমান জামে মসজিদ সকাল ৭টা, পলাশপোল মধু মাল্লার ডাঙ্গী মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে সকাল ৭ টা ৩০ মিনিটে, সুলতানপুর জামে মসজিদ সকাল ৮টায়, রসূলপুর সরকারি গোরস্থান বাইতুলফালাহ জামে মসজিদ সকাল ৭ টা ৩০ মিনিটে, কাটিয়া নারকেল তলা বীজবভন ঈদগাহ চত্বরে সকাল ৭ টা ৪৫ মিনিটে, রসূলপুর পশ্চিম পাড়া জামে মসজিদ সকাল ৭ টা ৩০ মিনিটে, মাদরাসাতুছ ছহাবাহ (রাযি.) এতিমখানা উত্তর কাটিয়া ঈদ জামাত সকাল ৬ টা ৪৫ মিনিটে, ইটাগাছা আয়েন উদ্দিন মহিলা মাদ্রাসা ঈদগাহ ময়দান সকাল ৮টায়, (আবহাওয়া অনুকূলে না থাকলে সংলগ্ন বায়তুল মাহমুদ জামে মসজিদ), নলকুড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৭:৩০ টায় তবে আবহাওয়া অনুকূলে না থাকলে নলকুড়া কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে, লাবসা ফুটবল মাঠে সকাল ৮ টা ১৫ মিনিটে, সাতক্ষীরা পৌর এলাকা জমঈয়তে আহলে হাদীস এর ঈদ জামাত পি,এন স্কুল এন্ড কলেজ চত্বরে সকাল ৭টা, আহলে হাদীছের ঈদের জামাত ঃ সদর উপজেলা : শহীদ আব্দুর রাজ্জাক পার্ক ৭ টা ৩০ মিনিটে, বলাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঈদ জামাত সকাল ৮টায়, প্রতাপনগর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান সকাল ৯টায়, চকবাউশুলি জামে মসজিদ আশাশুনী সকাল ৮টায়, ভদ্রখালী ঈদগাহ ময়দান সকাল ৮টায়, খলিষখালী ২ নং ওয়ার্ড এবং গণেশপুর উত্তর পাড়া ঈদগাহ ময়দান সকাল ৮টায়। রসুলপুর মানিক তলা, কালিয়া ডাংগা ভবানীপুর ঈদগাহ ময়দান ৮ টায়, শিয়ালডাঙ্গা ঈদগাহ ময়দান ৮ টা ৩০ মিনিটে, বাঁশদহা নারানজোল, ভবানীপুর তলুইগাছা ৮ টায়, কুশখালী মাঝের পাড়া ঈদগাহ ময়দান ৭ টা ১৫ মিনিটে, বইকারী, ভাদড়া ঈদগাহ ময়দান ৭ টায়, আলিপুর ঈদগাহে ৮ টায়, আলিপুর মোল্যা পাড়া ৭ টা ৩০ মিনিটে, তালবাড়িয়া ঈদগাহ ময়দান, দেবনগর, দত্তবাগ, আখড়াখোলা ঈদগাহ ময়দান, মোকন্দপুর প্রাথমিক বিদ্যালয় মাঠ, বয়ার খোলা ভাট পাড়া প্রাথমিক বিদ্যালয়, ভাটপাড়া ইটের ভাটা, সংলগ্ন ঈদগাহ, দত্তবাগ, ছাতিয়ানতলা ঈদগাহ ময়দান, ছাতিয়ান তলা প্রাথমিক বিদ্যালয় মাঠ ছয়ঘরিয়া ঈদগাহ ময়দান ৮ টায়, বৈকারী ঃ সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী ইউনিয়নের বিভিন্ন এলাকার ঈদের জামায়াতের সময় সূচি ঃ কাথন্ডা পান্তিপাড়া ঈদগাহ ময়দানে ঈদের জমায়াত সকাল ৭ টা ৪৫ মিনিটে। শিকড়ী ঈদগাহ ময়দানে ঈদের জামায়াত সকাল ৭ টা ৪৫ মিনিটে। ঘোনা কাথন্ডা ঈদগাহ ময়দানে ঈদের জামায়াত সকাল ৮ টায়, কালিয়ানী ছয়ঘরিয়া ঈদগাহ ময়দানে ঈদের জামায়াত সকাল ৭ টা ৪৫ মিনিটে, মিরগীডাঙ্গা প্রাইমারীস্কুল ঈদগাহ ময়দানে ঈদের জামায়াত সকাল ৮টায়, বৈকারী বাজার ঈদগাহ জামে মসজিদে ঈদের জামায়াত সকাল ৭ টা ৩০ মিনিটে। কলারোয়া উপজেলা : কলারোয়া সরকারি কলেজ ময়দানে, মোরারী কাঠি, কোমরপুর, ভাদিয়ালী পূর্ব পাড়া, মাডডুবী ফাদরা ঈদগাহ ময়দান ৮ টায়, সোনাবাড়ীয়া বাজার ঈদগাহ ময়াদন ৭.৩০ মিনিটে, যুগেখালী উত্তর, যুগে খালী দক্ষিণ, কামারালী পূর্ব, কামারালী পশ্চিম, পাইকপাড়া, মানিকনগর ঈদগাহ ময়দান ৮ টায়, কাকডাংগা, গ্যাড়াখালী, ভাদিয়ালী ঈদগাহ, মঠকেড়াগাছী খাল খাদা, বাগাডাংগা, বালিয়া ডাংগা বাজার, কালিয়া ডাংগা গ্রাম ঈদগাহ, আইচপাড়া, কামান ডাংগা, হরিনা, গোয়াল চাতর, গাছের খালী, বোয়ালিয়া মাঝের পাড়া, বোয়ালিয়া মহিলা মাদরাসা ময়দান, বোলিয়া পূর্ব পাড়া, শাহাপুর পূর্ব পাড়া ও পশ্চিম পাড়া ঈদগাহ ময়দান ৮ টা ৩০ মিনিটে। তালা উপজেলা ঃ পাটকেলঘাটা আড়েংপাড়া, দেওয়ালী পাড়া, ইসলাম কাঠি ঈদগাহ, নগরঘাটা, মানিকহার, ধান্দিয়া, বাটরা, পাচপাড়া, গাছের ডাংগা, ওমরপুর, কৃষ্ণনগর, বুইতা, শাকদহা ঈদগাহ ময়দান ৮ টা ৩০ মিনিটে, । আশাশুনি উপজেলা : কাদাকাটি, হাজির হাট, কচুয়া, যুগেপোতা, নোয়াপাড়া ঈদগাহ ৮ টা ১৫ মিনিটে, গোনাহকর কাটি, রুদ্ধপুর বুধহাটা, শ্বেতপুর, চাঁদপুর, গরালী, বাজাপুর, বিছুট, কলিমাখালী, মহারাজপুর, ঈদগাহ ময়দান ৮ টায়। শ্যামনগর উপজেলা ঃ আটুলিয়া চরের বিল, আটুলিয়া মোল্যা পাড়া, ভুরুলিয়া ঈদগাহ ময়াদন ৮ টায়। নুরনগর : বেশিরভাগ ঈদুল আযহা এর জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭ টা ৩০ মিনিটে। সকাল ৭.৩০মিনিটে নুরনগর কেন্দ্রীয় মসজিদ ঈদগাহ ময়দান, হাবিবপুর হাফিজিয়া মাদ্রাসা ঈদগাহ ময়দান, হাবিবপুর হাজী আহম্মদীয়া মাদ্রাসা ময়দান, মানিকপুর পূর্বপাড়া জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দান, কাটাখালী উত্তর পাড়া ঈদগাহ ময়দান, কাটাখালী ঈদগাহ ময়দান, রামচন্দ্রপুর ঢালীবাড়ী মসজিদ সংলঙ্গ ঈদগাহ ময়দান, কুলতলী গাজী পাড়া ঈদগাহ ময়দান, কুলতলী মোল্যা পাড়া ঈদগাহ ময়দান, ভবাণীপুর ঈদগাহ ময়দান, দুরমুজখালী গাজীপাড়া বায়তুন নুর জামে মসজিদ সংলঙ্গ ঈদগাহ ময়দান, দক্ষিণ হাজীপুর ঈদগাহ ময়দান, উত্তর হাজীপুর টাউন পাড়া ঈদগাহ ময়দান, কাটাখালী উত্তরপাড়া মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠ, দুরমুজখালী উত্তরপাড়া  (ব্উনকাটি) ঈদগাহ ময়দান, কুলতলী বিজিবি ক্যাম্প ঈদগাহ ময়দান, চাউলিয়া জামে মসজিদ ঈদগাহ ময়দানে ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে, রামচন্দ্রপুর দক্ষিণ পাড়া ঈদগাহ ময়দান, মানিকপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ঈদগাহ ময়দান, উত্তর হাজীপুর ঈদগাহ ময়দান, পাইকামারী ঈদগাহ ময়দান, মানিকপুর মধ্যপাড়া ঈদগাহ মাঠ, দুরমুজখালী সরদার বাড়ী ঈদগাহ ময়দান, হাবিবপুর মসজিদ আল সাহেবুজ্জামান (শিয়া) ঈদগাহ ময়দান, রামজীবনপুর ঈদগাহ ময়দান, রামজীবনপুর পশ্চিম পাড়া বায়তুন মামুর জামে মসজিদ ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য আবহাওয়া অনুকূলে না থাকলে স্ব স্ব এলাকার মসজিদ গুলোতে ঈদ জামাত অনুষ্ঠিত হবে বলে খবর পাওয়া গেছে। কালিগঞ্জ ও নলতা ঃ কালিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, নলতা ৭ টায়। কালিগঞ্জ উপজেলার উত্তর মাঘুরালী জামে মসজিদে সকাল ৮ টা ৩০ মিনিটে, দক্ষিণ মাঘুরালী মীর পাড়া জামে মসজিদে সকাল ৮ টা ৩০ মিনিটে, সোনাটিকারী জামে মসজিদ ঈদগাহ ময়দানে সকাল ৮ টা ৩০ মিনিটে, উত্তর কাশেমপুর জামে মসজিদ ঈদগাহ ময়দানে সকাল ৮টায়, ইন্দ্রনগর হুসাইনাবাদ জামে মসজিদ প্রাঙ্গণে সকাল ৯ টায়, ইন্দ্রনগর আমিনীয়া জামে মসজিদ প্রাঙ্গণে সকাল ৮ টা ৩০ মিনিটে, বাবুরাবাদ শহীদ জায়দানগর সরদার পাড়া জামে মসজিদে সকাল ৮ টা ৩০ মিনিটে, পূর্বনলতা জামে মসজিদ প্রাঙ্গণে সকাল ৮ টা ৩০ মিনিটে, বাগবাটী ঈদগাহ ময়দানে সকাল ৮টায় পবিত্র ঈদুল আযহা’র জামায়াত অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।