নিজস্ব প্রতিবেদক : জেলা আঞ্চলিক পরিবহন কমিটি ও জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মিটিং অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দীনের সভাপতিত্বে এবং বিআরটিএর নির্বাহী পরিচালক তানভীর আহমেদ চৌধুরীর পরিচালনায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিসষ্ট্রেট সৈয়দ ফারুক আহমেদ, সিনিয়র সহকারি পুলিশ সুপার আতিকুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ এফ এম এহতেশামুল হক, জেলা বাস, মিনিবাস, মাইক্রোবাস, কোচ মালিক সমিতির সভাপতি ও দৈনিক কালের চিত্র পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ আবু আহমেদ, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের পরিচালক জি এম মনিরুল ইসলাম মিনি, টিআই তপন কুমার মজুমদার, এলজিডির হাসিবুজ্জামান, ৩নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আব্দুস সেলিম, রেডক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি শেখ নূরুল হক, সাতক্ষীরা জেলা ট্যাংক ট্র্যাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন, সাতক্ষীরা জেলা ট্যাংক ট্রাক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ। সভায় সাতক্ষীরায় একটি ট্রাক টার্মিনাল করার সিদ্ধান্ত এবং শহরকে যানজটমুক্ত রাখতে ব্যাটারি চালিত ভ্যান চলাচল বন্ধের ব্যাপারে আরো কঠোর হওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া অটো রিক্সা অটো টেম্পু- মাহিন্দ্রা-থ্রি হইলার চলাচলের ব্যাপারে কঠোর সতর্কতা প্রদান করা হয়। এসময় জেলা বাস মিনিবাস মালিক সমিতি, জেলা ট্রাক ট্রাংকলরী শ্রমিক, ট্রাংক মালিক সমিতি ও মাহিন্দ্রা থ্রি হইলার-অটো রিক্সা অটো টেম্পু চালক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তবে শারদীয় দুর্গোৎবের পরে এসব বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।