মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায়ে ওয়েইন রুনিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে তাঁকে আটক করে ইংল্যান্ডের চেশায়ার পুলিশ। এরপর তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশের হেফাজতেই ছিলেন ইংল্যান্ডের সর্বকালের সেরা এই ফুটবলার।
সম্প্রতি ম্যানচেস্টার থেকে এভারটনে যোগ দেওয়া রুনি বৃহস্পতিবার একটি পানশালায় যান। সেখানে গলা ভরে মদ গেলার পর গাড়ি নিয়ে বের হন তিনি। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর কারণে স্থানীয় পুলিশ তাঁকে আটক করে। পরে তাঁকে থানায় নেওয়া হয়।
মাতাল হয়ে এর আগেও সংবাদে আসেন ইংলিশ তারকা। গত নভেম্বরে একটি বিয়ের অনুষ্ঠানে মদ খেয়ে মাতলামি করেছিলেন তিনি। সামাজিক মাধ্যমে রুনির সেই ছবি ভাইরাল হয়ে যাওয়ার পর ক্ষমা প্রার্থনা করেন রুনি। এর আগেও বেশ কয়েকবার মাতাল হয়ে মারামারির মতো কাণ্ডেও জড়িয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড ও ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ গোলের মালিক।
এবারের মৌসুমে ওয়েইন রুনিকে বিক্রি করে দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। রেড ডেভিল শিবির ত্যাগ করে শৈশরের ক্লাব এভারটনে যোগ দিয়েছেন তিনি। এরপর আন্তর্জাতিক ফুটবলকেও বিদায় বলেছেন ১১৯ ম্যাচে ৫৩ গোল করা রুনি।