শ্যামনগর

ক্রেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ন- সম্পাদক ফয়সাল শ্যামনগরের গর্ব

By Daily Satkhira

August 23, 2016

ডি. এম. আব্দুল্লাহ আল মামুন: সুন্দরবন উপকুলীয় সাতক্ষীরার শ্যামনগর নানা ভাবে নানা কারনে গর্বিত। দেশে বিদেশে এ উপজেলা বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেক্ষাপটে পরিচিত লাভ করেছে। সুন্দরবনের লবনাক্ত মাটি আর পানির সাথে যুদ্ধ করে অনেকেই এ জনপদ থেকে দেশের বিভিন্ন রাজনৈতিক অঙ্গন সহ বিভিন্ন দপ্তরে নেতৃত্ব দিয়ে চলেছেন। বর্তমান প্রেক্ষাপটে সাতক্ষীরার শ্যামনগরের শেখ ফয়সাল আমিন ক্রেন্দ্রীয় কমিটিতে পরিপক্ষ একটি স্থানে অবস্থান করায়, শ্যামনগর বাসী সত্যিই গর্বিত। নেতা মানে এই নয় যে নিজের ক্ষমতাকে ব্যবহার করে অন্য কাউকে কন্ট্রোল করা। নেতা হল সেই যে কর্মীদের কাঁধে কাঁধ রেখে বলে আমি তোমাদের মাথার উপর ছায়ার মত আছি, তোমরা এগিয়ে যাও। ঠিক তেমনি এমনই বৈশিষ্ট্য খুঁজে পাই বাংলাদেশ ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, সাতক্ষীরার গর্ব তারুণ্যের অহংকার “শেখ ফয়সল আমীন” এর মধ্যে। যার রাজনৈতিক ভিত্তির প্রত্যেকটা পরতে পরতে বঙ্গবন্ধুর আদর্শ সর্বদা বিদ্যমান। আমি দেখেছি সাধারণ কর্মীদের প্রতি তার মত্ববোধ ও ভালবাসা। তার ভালবাসা দিয়েই তিনি হাজার হাজার ভক্তদের মন জয় করে নিয়েছেন। তাকে পেয়ে অবহেলিত সাতক্ষীরার শ্যাামনগর বাসী যেন নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন। তিনি যেন তার মেধা, মনন ও সুবিচক্ষণতার দ্বারা বাংলাদেশ ছাত্রলীগকে আরও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে এটাই সকলের প্রত্যাশা। তার হৃদয়ে থাকবে এই উপকুলীয় জনপদের দরিদ্র সাধারন মানুষের প্রতিচ্ছবি।