দেবহাটা ব্যুরো : অবশেষে দেবহাটার অজ্ঞাত ব্যক্তির পরিচয় পাওয়া গেল। মৃত ব্যক্তি হলেন, বহেরা গ্রামের মোক্তার মোড়লের পুত্র নজরুল ইসলাম (৪৫)। তবে এলাকায় সে চিট নজরুল নামে পরিচিত ছিল। উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে বিদ্যুৎ সংযোগ না থাকার সুযোগে একটি প্রাইভেট কারে করে নিয়ে এসে নজরুলের নিথর দেহ কয়েকজন ব্যক্তি সখিপুর হাসপাতালের রোগী বহনকারী ট্রলির উপরে রেখে যায়। পরে কর্তব্যরত চিকিৎসকরা তাকে দেখতে পেয়ে মৃত ব্যক্তির কাছে যাওয়ার পূর্বে তার সাথে আশা লোকজন পালিয়ে যায়। পরে দেবহাটা থানা পুলিশকে খবর দিলে দেবহাটা থানার অফিসার ইনচার্জ কাজী কামাল হোসেন দ্রুত ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এসময় মৃত ব্যক্তির মাথার ডান সাইটে একটু ফোলা এবং গালে রক্পোতের চিহ্ন দেখা যায়। স্থানীয় সূত্রে জানা যায়, সে পুলিশ-বিজিবিসহ বিভিন্ন বাহিনীর সোর্স হিসাবে কাজ করতো। এমনকি নিজেও চোরাচালানীর সাথে যুক্ত ছিল বলে জানা গেছে। যার ফলে পূর্বের শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে মনে করেন নিহতের পরিবার। নাম প্রকাশে অনিচ্ছুক নিহতের পরিবারের এক সদস্য জানান, বর্তমানে জেলার চোরাচালানী কার্যক্রমে সম্পূর্ণ নিয়ন্ত্রণ একটি চক্রের হাতে রয়েছে। এই চক্রটিও নজরুলকে খুন করে থাকতে পারে। নিহতের লাশ ময়না তদন্ত শেষে শুক্রবার সকালে পৌর গোরস্থানে দাফন করা হয়েছে। এব্যাপারে দেবহাটা থানার এসআই আল আমিন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০১, তাং- ০১/০৯/২০১৭। এ বিষয়ে দেবহাটা থানার অফিসার ইচার্জ কাজী কামাল হোসেন জানান, নিহত ব্যক্তি নজরুল ইসলামের একাধিক বিয়ে আছে। সে কখন কোথায় থাকে কেউ জানতো না। তাছাড়া সে একাধিক মামলার আসামী এবং বিজিবি সোর্স ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। মামলা গ্রহণ করে তদন্ত শুরু করা হয়েছে। অতি দ্রুত আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর আছে।