বিনোদন

হ‌ুমায়ূন থেকে নুহাশ, আছেন আসাদুজ্জানান নূর

By Daily Satkhira

September 02, 2017

নন্দিত কথাশিল্পী হ‌ুমায়ূন আহমেদ রচিত প্রথম টিভি নাটক ‘প্রথম প্রহরে’র মাত্র দেড় মিনিটের একটি চরিত্রে অভিনয় করেছিলেন আজকের সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

পরে এই জাঁদরেল অভিনেতা অভিনয় করেন ‘এইসব দিনরাত্রি’ ধারাবাহিকের ‘রফিক’ চরিত্রে।,‘কোথাও কেউ নেই’-এর ‘বাকের’, ‘অয়োময়’-এর ‘মীর্জা সাহেব’, ‘আগুনের পরশমণি’র মুক্তিযোদ্ধা হিসেবে। এখনও তিনি প্রজন্মের ধরে আছেন। এবারের ঈদের সবচেয়ে আলোচিত নাটকে থাকছেন আসাদুজ্জামান নূর। মূলত নির্মাতা হিসেবে টেলিভিশনে আসছেন হুমায়ূনের উত্তরসূরি নুহাশ। আর তাতে অভিনয় করে বাড়তি মাত্রা দিয়েছেন নূর। নাটকটির নাম ‘হোটেল অ্যালবেট্রস’। নুহাশ বলেন, ‘নূর চাচার সঙ্গে কাজ করা আসলে ভালো লাগার মতো। তিনি আমার গল্প পছন্দ করেছেন। তাই একসঙ্গে কাজ করাটা খুবই এক্সাইটিং ছিল আমার জন্য।’ অমিতাভ রেজা ও মেজবাউর রহমান সুমনের পরিকল্পনায় ‘অস্থির সময় স্বস্থির গল্প’র সাতজন নবীনের সাতটি নাটকের মধ্যে একটি নুহাশের নাটক। ঈদের দিন (আজ) রাত ৯টা ৩০ মিনিটে নাটকটি জিটিভিতে প্রচার হবে।