মায়ানমারে মুসলিম অধ্যুষিত রাখাইন রাজ্যের বাসিন্দা রোহিঙ্গাদের খাদ্য সহায়তা স্থগিত করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।
শনিবার ডব্লিউএফপি এক বিবৃতিতে বলেছে, খাদ্য সহায়তা কর্মসূচি স্থগিত করায় ঝুঁকিপূর্ণ ও অভ্যন্তরীণ বাস্তুচ্যুত আড়াই লাখ মানুষের ওপর প্রভাব পড়বে। যত দ্রুত সম্ভব পুনরায় ত্রাণ বিতরণ শুরু করতে কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছি।
গত ২৫ আগস্ট থেকে রাখাইনে ‘সন্ত্রাসদমনে’ ফের অভিযান শুরু করেছে মায়ানমারের সেনাবাহিনী। তবে রাখাইন থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা বলছেন, সেনাবাহিনীর অগ্নিসংযোগ ও হত্যার এ অভিযানের লক্ষ্য হলো তাদেরকে দেশ ত্যাগে বাধ্য করা। তারা মিয়ানমার নিরাপত্তা বাহিনীর নিপীড়নের শিকার হয়েছেন।