আন্তর্জাতিক

এশিয়ায় সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ ভারত: ফোর্বস

By Daily Satkhira

September 03, 2017

এশিয়ার সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ ভারত। বার্লিনভিত্তিক আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) সাম্প্রতিক সমীক্ষায় এ তথ্য তুলে ধরেছে। দুর্নীতিতে শীর্ষ পাঁচে পাকিস্তান ও মিয়ানমারের নাম থাকলেও নেই বাংলাদেশ।

গত ১ সেপ্টেম্বর এই সমীক্ষা রিপোর্ট প্রকাশিত হয় ফোর্বস ম্যাগাজিনে। সে অনুযায়ী এশিয়ার মোট পাঁচটি সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের মধ্যে রয়েছে ভিয়েতনাম, থাইল্যান্ড, পাকিস্তান, মিয়ানমার ও এক নম্বরে ভারত।

সমীক্ষায় বলা হয়েছে, ভারতে ঘুষ নেওয়ার সংখ্যা ৬৯ শতাংশ। যার মধ্যে রয়েছে স্কুল, হাসপাতাল, পরিচয়পত্র তৈরি, পুলিশ ও অন্য পরিষেবা ক্ষেত্র।

সমীক্ষা রিপোর্ট অনুযায়ী, ভারতের অর্ধেকের বেশি মানুষের ঘুষ দেয়ার অভিজ্ঞতা হয়েছে। তবে নরেন্দ্র মোদি দুর্নীতিবিরোধী যে অভিযান চালু করেছেন তাতে ৫৩ শতাংশ মানুষের পূর্ণ সমর্থন রয়েছে।

এর ফলে সাধারণ মানুষের হাতে ক্ষমতা আসছে বলেও অনেকে মনে করছেন। পাশাপাশি ৬৩ শতাংশ মানুষ মনে করছেন, দেশের সাধারণ জনগণই বিপ্লব আনতে পারেন।

ভারতীয়দের পরই ঘুষ-লেনদেনে অভ্যস্ত ভিয়েতনামবাসী। দক্ষিণ-পূর্ব এশিয়ার এ দেশটির ঘুষ নেয়ার হার ৬৫ শতাংশ। এদিকে পাকিস্তানে সেই হার ৪০ শতাংশ।

এশিয়া প্যাসিফিকের মোট ১৬টি দেশের ২০ হাজার মানুষের মধ্যে দেড় বছর ধরে এই সমীক্ষা চালানো হয়েছে। সব মিলিয়ে ১৬৮টি দেশের মধ্যে ৭৬ নম্বরে রয়েছে ভারত। সূত্র: বিজনেস টুডে