টেস্ট সিরিজের শ্রীলঙ্কাকে ওয়ানডে সিরিজেও হোয়াইটওয়াশ করল ভারত। রবিবার কলম্বোয় পঞ্চম ও শেষ ম্যাচটি ছিল। তাতে ৬ উইকেটে শ্রীলঙ্কাকে ধরাশায়ী করেছে ভারতীয় দল। অধিনায়ক বিরাট কোহলির শতরানে ভর করেই অতি সহজে জয় ছিনিয়ে আনা সম্ভব হয়েছে ভারতের।
শুরুটা অবশ্য ভাল হয়নি বিরাটদের। ২৩৮ রান তাড়া করতে নেমে শুরুতেই দু’টি উইকেট পড়ে যায়। মাত্র ৫ রান করে প্যাভিলিয়নে ফিরে যান অজিংকা রাহানে। ১৬ রানে আউট হন রোহিত শর্মা। মণীশ পাণ্ডেকে নিয়ে তারপর ম্যাচের হাল ধরেন বিরাট। তাদের মধ্যে ৯৯ রানের পার্টনারশিপ হয়। ৩৬ রানে মণীশ আউট হওয়ার পর ক্রিজে নামেন কেদার যাদব। ৬৩ রান করে আউট হয়ে যান তিনি। তবে ততক্ষণে ম্যাচ পকেটে পুরে ফেলেছে ভারত।
১১০ রানে অপরাজিত থেকে মহেন্দ্র সিং ধোনিকে (১) নিয়ে ম্যাচ শেষ করেন বিরাট। এই নিয়ে ক্যারিয়ারে ৩০তম শতরান পূর্ণ করলেন তিনি। এর আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে চতুর্থ একদিনের ম্যাচেও সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। সেই ম্যাচে ১৩১ রান করেছিলেন।