খেলা

প্রথম দিন শেষে বাংলাদেশ ২৫৩/৬

By Daily Satkhira

September 04, 2017

ন্যাথান লায়নের স্পিনে ৮৫ রানে প্রথম চার ব্যাটসম্যানকে হারানো বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। ক্যারিয়ার সেরা ব্যাটিং করা সাব্বির রহমানের সঙ্গে শতরানের জুটিতে দলকে মুশফিকুর রহিম নিয়ে গেছেন ভালো অবস্থানে। আশা হয়ে টিকে আছেন অধিনায়ক। এরই মাঝে পেয়েছেন অর্ধশতক। সঙ্গী নাসির হোসেনও খেলছেন আস্থার সঙ্গে। প্রথম দিন শেষে বাংলাদেশের স্কোর ২৫৩/৩। মুশফিক ৬২ ও নাসির ১৯ রানে খেলছেন। অবিচ্ছিন্ন সপ্তম উইকেটে দুই জনে গড়েছেন ৩১ রানের জুটি। ৭৭ রানে ৫ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার সেরা বোলার অফ স্পিনার লায়ন। অন্য উইকেকটি নেন বাঁহাতি স্পিনার অ্যাশটন অ্যাগার। সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ১ম ইনিংস: ৯০ ওভারে ২৫৩/৬ (তামিম ৯, সৌম্য ৩৩, ইমরুল ৪, মুমিনুল ৩১, সাকিব ২৪, মুশফিক ৬২*, সাব্বির ৬৬, নাসির ১৯*; কামিন্স ০/৩৩, লায়ন ৫/৭৭, ও’কিফ ০/৭০, অ্যাগার ১/৪৬, ম্যাক্সওয়েল ০/৬, কার্টরাইট ০/১৬)

টেস্টে নাসিরের হাজার রান ন্যাথান লায়নকে কাভার দিয়ে চার হাঁকিয়ে নিজের রান চার অঙ্কে নিয়ে গেছেন নাসির হোসেন। অফ স্পিনিং অলরাউন্ডারের লেগেছে ৩১ ইনিংস। বাংলাদেশের চতুর্দশ ব্যাটসম্যান হিসেবে টেস্টে হাজার রানে গেলেন তিনি।

সাব্বিরকে ফিরিয়ে লায়নের পাঁচ দ্বিতীয় নতুন বলে বাংলাদেশের প্রতিরোধ ভেঙেছে অস্ট্রেলিয়া। বোলিংয়ে ফিরেই সাব্বির রহমানকে ফিরিয়ে সিরিজে দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেট নিয়েছেন ন্যাথান লায়ন। অফ স্পিনারের বল পুল করতে গিয়ে পারেননি সাব্বির। ভারসাম্য হারানোয় উঠে যায় পেছনের পা, সামনের পা ছিল লাইনের ওপরে। ম্যাথু ওয়েড স্টাম্প ভেঙে দেওয়ার সময় লাইনের ভেতরে কোনো অংশ ছিল না। ৬৬ রান করা সাব্বির ফেরার সময় বাংলাদেশের স্কোর ২২২/৬। তার সঙ্গে ১০৫ রানের জুটি গড়া মুশফিকুর রহিমের সঙ্গে ক্রিজে যোগ দিয়েছেন নাসির হোসেন।

মুশফিকের অর্ধশতক, জুটির শতক স্টিভেন ও’কিফের বলে দুই রান নিয়ে অর্ধশতকে পৌঁছেছেন মুশফিকুর রহিম। সঙ্গে সাব্বির রহমানের সঙ্গে জুটির রান নিয়ে গেছেন তিন অঙ্কে। ইনিংসে এটাই বাংলাদেশের প্রথম শতরানের জুটি। ১২৪ বলে ৪টি চারে অর্ধশতকে পৌঁছান বাংলাদেশের অধিনায়ক। ১৯৫ বলে এসেছে মুশফিক-সাব্বির জুটির শতক। এতে অধিনায়কের অবদান ৩৫। নিজের আগের সেরা ৬৪ ছাড়িয়ে যাওয়া সাব্বিরের ৬৫।

বাংলাদেশের দুইশ সাব্বির রহমান ও মুশফিকুর রহিমের ব্যাটে প্রথম ইনিংসে দুইশ ছাড়িয়েছে বাংলাদেশের সংগ্রহ। অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেটে দুই জনে গড়েছেন অর্ধশত রানের জুটি। ৪০তম ওভারে তিন অঙ্ক ছুয়েছিল স্বাগতিকদের স্কোর। দুইশ রানে গেছে ৭৩তম ওভারে।

সাব্বিরের অর্ধশতক সহজাত ব্যাটিংয়ে ৬২ বলে অর্ধশতকে পৌঁছান সাব্বির রহমান। সিরিজে নিজের প্রথম অর্ধশতকে পৌঁছাতে পাঁচটি চার ও একটি ছক্কা হাঁকান এই মিডল অর্ডার ব্যাটসম্যান। গত বছর অভিষেকের পর নিজের প্রথম ছয় ইনিংসে তিনটি অর্ধশতক পেয়েছিলেন সাব্বির। পরের আট ইনিংসে ছিল না একটাও। এবার দলের ভীষণ প্রয়োজনের সময় পেলেন ফিফটি।

 

শফিউলের জায়গায় মুমিনুল এক পেসার নিয়ে খেলছে স্বাগতিকরা। দুই ম্যাচ পর একাদশে ফিরেছেন বাঁহাতি ব্যাটসম্যান মুমিনুল হক। বাদ পড়েছেন পেসার শফিউল ইসলাম। প্রথম টেস্টের বাংলাদেশ দল পরিবর্তন একটিই। অলরাউন্ডার মিলিয়ে ৯ ব্যাটসম্যান নিয়ে খেলছে মুশফিকুর রহিমের দল।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, মুমিনুল হক।

ব্যাটিংয়ে বাংলাদেশ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সোমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে টস জিতে ব্যাটিং নিয়েছেন অধিনায়ক মুশফিকুর রহিম। টানা দুই টেস্টেই টস হারল অস্ট্রেলিয়া, দ্বিতীয়বারের মতো অতিথিরা পেল ফিল্ডিং।

অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশের স্বপ্ন ঢাকা টেস্ট জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে বাংলাদেশ। চট্টগ্রামেও অস্ট্রেলিয়াকে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিততে চায় মুশফিকুর রহিমের দল। এমন চাপে অস্ট্রেলিয়া সব সময় থাকে না, এমন সুযোগ সব সময় বাংলাদেশের সামনে আসে না। তাই সুযোগ দুই হাতে কাজে লাগানোর তাগিদ দিয়েছেন মুশফিক। বাংলাদেশ প্রথম ম্যাচে জেতার পর কখনও টেস্ট সিরিজ হারেনি বা ড্র করেনি। দুইবার জিম্বাবুয়ে ও একবার হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে।