আন্তর্জাতিক

মিয়ানমারের পার্বত্য এলাকায় আটকা পড়েছে ৩০ হাজার রোহিঙ্গা

By Daily Satkhira

September 05, 2017

মিয়ানমারের পার্বত্য এলাকায় অন্তত ৩০ হাজার রোহিঙ্গা আটকা পড়েছে বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। এতে আরও বলা হয়েছে, এসব রোহিঙ্গার কাছে প্রয়োজনীয় খাবার-পানীয় কিংবা ওষুধ নেই।

মিয়ানমারের রাখাইনে গত ২৫ আগস্ট থেকে সেনা অভিযান চলছে। এতে শত শত রোহিঙ্গা প্রাণ হারিয়েছে। রোহিঙ্গাদের ওপর তথাকথিত এ অভিযানকে গণহত্যা আখ্যা দিয়েছে বিশ্বের একাধিক দেশ। বর্বরোচিত এ অভিযান বন্ধে উদ্যোগ না নেয়ায় মিয়ানমারের সঙ্গে মালদ্বীপ সম্পন্ন ছিন্ন করেছে। প্রায় এক লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে বাংলাদেশে।

হিউম্যান রাইটস ওয়াচের উদ্ধৃতি দিয়ে সিএনএন জানায়, স্যাটেলাইটের ছবিতে প্রমাণ মিলেছে রোহিঙ্গারা বন্দিদশা থেকে মুক্তির প্রাণপন চেষ্টা করে যাচ্ছে। রাখাইনে বিভিন্ন এলাকায় আগুন লাগিয়ে দেয়া হয়েছে।