কালিগঞ্জ ব্যুরো : কালিগঞ্জে ন্যাশনাল সার্ভিস কর্মসূচির (৫ম পর্বের) ওরিয়েণ্টশন সভা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দিন হাসানের সভাপতিত্বে ওরিয়েণ্টশন সভায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচির বিষয়ে প্রজেক্টরের মাধ্যমে প্রকল্পের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল কাদের। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলামের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম আহম্মাদ উল্যাহ বাচ্চু, রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবু, সহকারী শিক্ষা অফিসার সোহরাব হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম প্রমুখ। সভাপতির বক্তব্যে নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দিন হাসান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা অনুযায়ী ঘরে ঘরে শিক্ষিত বেকার যুবক/যুবমহিলাদের কর্ম সংস্থান করা হবে। এরই ধারা বাহিকতায় দেশের বিভিন্ন স্থানের ন্যায় কালিগঞ্জ উপজেলায় ন্যাশনাল সার্ভিসের কর্মসূচির কার্যক্রম শুরু হচ্ছে ও সুষ্ঠভাবে কার্যক্রম বাস্থবায়নের জন্য আমরা চেষ্ঠা চালিয়ে যাচ্ছি। এ উপজেলায় প্রথম পর্বে ১ হাজার বেকার যুবক/যুবমহিলাদের প্রশিক্ষণ শেষে তাদের কে বিভিন্ন দপ্তরে কর্মসংস্থানের ভিত্তিতে ভাতা দেওয়া হবে। তিন মাস পর দ্বিতীয় পর্বে একই ভাবে প্রশিক্ষণ শেষে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম স্বাগত বক্তব্যে বলেন ন্যাশনাল সার্ভিস কর্মসূচির বাস্তবায়নে প্রশিক্ষনার্থীদের প্রথম তিন মাস প্রতিদিন ১‘শ টাকা হারে ভাতা ও প্রশিক্ষণ শেষে অস্থায়ী ভিত্তিতে বিভিন্ন দপ্তরে ২০০ টাকা হারে ভাতা প্রদান করা হবে। প্রতি মাসে ৬ হাজার টাকার স্থলে তাদের কে ৪ হাজার টাকা প্রদান করা হবে। বাকি ২ হাজার টাকা তাদের নিজস্ব একাউন্টে জমা রাখা হবে ও প্রকল্পের মেয়াদ শেষে সমুদয় টাকা ফেরত দেওয়া হবে। ন্যাশনাল সার্ভিসের নীতিমালা অনুযায়ী মাধ্যমিক ও তদূর্ধ্ব শিক্ষিত যোগ্যতা সম্পন্ন যুবক/যুবমহিলাদের জাতি গঠন মুলক কর্মকান্ডে সম্পৃক্তকরণের মাধ্যমে অস্থায়ী কর্মসংস্থান দেওয়া হবে। আজ বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ন্যাশনাল কর্মসূচির (৫ম পর্বের) প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন স্থানীয় সংসদ সদস্য এসএম জগলুল হায়দার। এদিকে দীর্ঘ দিন পর সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় কালিগঞ্জ উপজেলায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচি কার্যক্রম শুরু হওয়ায় বেকার যুবক যুবতীদের মুখে হাসি ফুটেছে।