কলারোয়া

কলারোয়ায় রেঁনেসা ক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত!

By Daily Satkhira

September 05, 2017

কলারোয়া ডেস্ক : সাতক্ষীরার কলারোয়ায় সোনাবাড়িয়া ইউনিয়নের বুঝতলা শ্রীরামপুর বিবিআর এনএস মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে ঈদ পুনর্মিলনী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে ‘একতাই শক্তি, একতাই বল”এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীরামপুর রেঁনেসা ক্লাবের আয়োজনে পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিবিআর এনএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়ায়েছ আলী ছিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের অর্থ-বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আলহাজ্জ্ব শেখ আমজাদ হোসেন। এসময় তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ যখন এড়িয়ে যাচ্ছে, ঠিক তখন কিছু কুচক্রি মহল দেশকে ধ্বংস করার জন্য বিদেশের কাছে নালিশ জানাচ্ছে। বিদেশের কাছে নালিশ জানিয়ে কোন লাভ হবে না, কারণ শেখ হাসিনার অধিনেই আগামি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই দলিয় সকল নেতাকর্মীদের বলবো আপনারা দলের স্বার্থে নিজেদের বিভেদ ভূলে গিয়ে এক কাতারে সামিল হওয়ার চেষ্টা করুন। এছাড়া অনুষ্ঠানে ছাত্র/ছাত্রীদের উদ্দ্যেশে তিনি বলেন, তোমাদের লেখাপড়া শেষ করে মানুষের মত মানুষ হয়ে দেশ মাতৃকার সেবাই নিজেদের নিয়োজিত করতে হবে। বর্তমান সরকার শিক্ষার্থীদের ব্যাপক সুযোগ করে দিয়েছে। আর একটি বিষয়ে খেয়াল রাখতে হবে যাতে আমাদের সন্তানরা মাদকে আসাক্ত না হয়। মাদককে দূরে রেখে নিজেদের ভাগ্য নিজেরাই তৈরি করে নিতে হবে। মাদক হল সমাজের সমন্ত অপরাধের মূল হাতিয়ার। তাই মাদকে না বলি, সুস্থ, সুন্দর জীবন গড়ার লক্ষে সকলকে একযোগে কাজ করার আহবান জানান। রেঁনেসা ক্লাবের সদস্য সোহরাব হোসেন ঝন্টু ও আব্দুল্লাহ আল মামুনের যৌর্থ পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যশোর নতুন হাট কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, সাবেক পৌর ছাত্রলীগের সভাপতি সম গোলাম সরোয়ার, যুবলীগ নেতা শেখ মিঠু, সোনাবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল মোমিন, সহ-সভাপতি মাস্টার আলমগীর আজাদ, রেঁনেসা ক্লাবের সভাপতি একরামুল কবির রিপন, সদস্য ফরহাদ হোসেন, জামাল হোসেন, আল মামুন, জাকির হোসেন, আবুল খায়ের, আবু হুরাইয়া, শাওন হোসেন, আলাউদ্দিনসহ ক্লাবের সকল কর্মকর্তাবৃন্দ প্রমুখ। আলোচনা সভা শেষে বিভিন্ন ক্রীয়া প্রতিযোগিতায় অংশ গ্রহনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এদিকে আলোচনা সভা শেষে রাতে এক মনোঞ্চ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয় বলে জানা যায়।