দেবহাটা

সোর্স নজরুল খুন: ভাইস চেয়ারম্যানসহ ৪ জনকে আসামি করে মামলা

By Daily Satkhira

September 06, 2017

দেবহাটা ব্যুরো : পুলিশ, বিজিবির সোর্স পরিচয়দানকারী চোরাচালান চক্রের সদস্য উপজেলার দক্ষিণ কুলিয়ার মোক্তার মোড়লের পুত্র নজরুল ইসলামের খুনের রহস্য খুঁজছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে খুন হয় সোর্স নজরুল। খুনিরা সুপরিকল্পিত ভাবে নজরুল কে খুন করে সখিপুর হাসপাতালে ফেলেরেখে পালিয়ে যায়। সে কারনে আসামীদের শানাক্ত ও হত্যান স্থান এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে ঘটনার সাথে জড়িতদের ধরতে বিভিন্ন সূত্র ধরে এগিয়ে চলেছে পুলিশ। এদিকে হত্যাকান্ডের পর সাদা প্রাইভেটকারটি ব্যবহারকারী বিশিষ্ট চোরাকারবারী ও প্রভাবশালী জনপ্রতিনিধি হিসাবে সন্ধের চোখে এসেছে। আবার সোর্স নজরুলের বন্ধু দেবহাটা উপজেলা ভাইস চেয়ারম্যান তার লাশটি অজ্ঞাত বলে ফেসবুকে প্রচার করা এবং ৩০ আগস্ট রাত ৮টার দিকে নজরুল তার ভাই রবিউল ইসলামের কাছে ফোনে জানান ‘আমি দেবহাটার ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকনের বাসায় আছি’। এরপর রাত ৯টার দিকে একটি মরদেহ সখিপুর হাসপাতালে রেখে যাওয়ারকে দায়ী করে সোমবার নিহত নজরুলের বাবা মোক্তার মোড়ল বাদি হয়ে সাতক্ষীরার দেবহাটা আমলি আদালতে দন্ড বিধির ৩০২/৩৪ ধারায় ৪জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার আসামীরা হলেন দেবহাটা উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান মাহাবুব আলম খোকন, পারুলিয়ার রবিউল ইসলাম রবি, হাফিজুল ইসলাম ও রফিকুল ইসলাম। এছাড়াও অজ্ঞাত ৪/৫ জন। আদালত মামলাটি এফ আই আর ভূক্ত করে তদন্ত শেষে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন। সোমবার নজরুলের পুত্রকে অপহরণের অভিযোগ এনে থানা পুলিশকে অবহিত করা হয়। ওসির দায়িত্বে থাকা(তদন্ত) ওসি শরিফুল ইসলাম তাদেরকে লিখিত অভিযোগ দায়েরের পরামর্শ দিলেও এরিপোর্ট লেখা পর্যন্ত কোন অভিযোগ দায়ের করা হয়নি।