সাতক্ষীরা

ঈদের ছুটিতে সাতক্ষীরার বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের ঢল

By Daily Satkhira

September 06, 2017

আসাদুজ্জামান : ঈদের ছুটিতে পরিবার-পরিজন নিয়ে ঘুরতে কে না ভাল বাসেন। আর তাই ঈদের ছুটিতে বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের ঢল নেমে আসে। ঈদ উপলক্ষে সাজানো হয় বিনোদন কেন্দ্র গুলো অপরুপ সৌন্দর্যে। সাতক্ষীরার মানুষের আনন্দ বিনোদনের অন্যতম জায়গা শহরের খড়িবিলা এলাকার মোজাফ্ফর গার্ডেনে। সেখানে তরুণ তরুনী থেকে সব মানুষেরা আসছেন একটু বিনোদন নিতে। অনেকে তুলছেন ছবি প্রিয়জনের সাথে কেউবা সেলফি নিতে ব্যস্ত। পাশাপাশি শহরের দুইটি সিনেমা হলেও নতুন ছবি দেখতে আসছেন কিছু দর্শক। সাতক্ষীরায় মোজাফ্ফর গার্ডেন ছাড়াও ডিসি ইকো পার্ক, শ্যমনগরের আকাশলীনা ইকো ট্যুরিজম, দেবহাটা উপজেলার মিনি সুন্দরবনসহ বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরছেন সব বয়সের মানুষেরা। শিশুরা তাদের বাবা মায়ের সাথে, কেউবা ভাই-বোন, আতœীয় স্বজনের সাথে নিয়ে ঘুরছেন। অনেকে আবার পরিবার-পরিজন বন্ধু স্বজনদের সাথে নিয়ে বাস, মাইক্রোবাস, ভ্যান ও মোটরসাইকেলে ঘুরে বেড়াচ্ছেন মনের আনন্দে। তবে, জেলা শহরের অদূরে মোজাফফর গার্ডেন এন্ড রিসোর্টটি অবস্থিত হলেও এটি মন্টু মিয়ার বাগান বাড়ি নামেই সর্বাধিক পরিচিত। এই প্রায় ১০০ একর জমির উপর স্থাপিত। মোজাফফর গার্ডেনটি বেশ খোলামেলা এবং বহু জাতের গাছপালায় পরিপূর্ণ হওয়ায় এখানে আগত অতিথিরা একদিকে যেমন প্রকৃতির সবুজের কাছাকাছি আসতে পারছেন আবার অন্যদিকে বিশুদ্ধ বাতাসে শ্বাস নেওয়ারও সুযোগ পান। অতিথিদের থাকার জন্য এখানে চারটি ভবন রয়েছে যেগুলোর একটি লেকের উপরে অবস্থিত। এছাড়া এখানকার লেকে প্যাডেল বোটে রয়েছে, এখানে আগত অল্প বয়সী অতিথিদের জন্য এখানে রয়েছে খেলার মাঠ, ত্রিমাত্রিক চিড়িয়াখানা এবং বিভিন্ন আকর্ষণীয় ভাস্কর্য। এছাড়া রিসোর্টের অতিথিদের জন্য ব্যাডমিণ্টন এবং টেবিল টেনিস খেলার ব্যবস্থা রয়েছে। মহিলা ও পুরুষদের জন্য পৃথক মসজিদও রয়েছে এই রিসোর্টে। রিসোর্টে অবস্থিত চিড়িয়াখানাটিকে বলা যায় এখানকার সবচেয়ে বড় আকর্ষণ। দেশের সর্ববৃহৎ এই বেসরকারি চিড়িয়াখানায় রয়েছে নানা প্রজাতির প্রাণী ও পাখি যেগুলো দেখতে পারাটা এখানে আগতদের জন্য একটি অন্যতম বিনোদনের মাধ্যম। তাই ঈদের ছুটতে এখানে মানুষের ঢল নামে। তবে, ভ্রমন পিপাসুদের অভিযোগ, জেলার মেইন সড়কসহ মোজাফ্ফর গার্ডেনে যাবার একমাত্র সড়কটি প্রচন্ড খারাপ থাকার কারনে তাদের অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে। তারপরও মানুষের ঢল নামছে সেখানে। সাতক্ষীরা মোজাফ্ফর গার্ডেনের ব্যবস্থাপক আতিকুল আলম জানান, দক্ষিণ বঙ্গেও সবচেয়ে বড় বিনোদন কেন্দ্র মোজাফফর গার্ডেন। এখানে বাচ্চাদেও বিভিন্ন খেলার সমগ্রী ও চিড়িয়াখানা রযেছে। এখানে দেশ-বিদেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা বেড়াতে আসেন। পর্যটকদের থাকার জন্য এখানে শীতাতাপ নিযন্ত্রিত অনেক কক্ষও আছে। সবমিলিয়ে এখানে একটি মনোরম পরিবেশ গড়ে উঠেছে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহম্মেদ জানান, বিনোদন কেন্দ্রগুলোতে যাতে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।