কালিগঞ্জ

প্রধানমন্ত্রী যুবকদের কর্মসংস্থানে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন -এমপি জগলুল হায়দার

By Daily Satkhira

September 06, 2017

এসএম,আহম্মাদ উল্যাহ বাচ্ছু : ন্যাশনাল সার্ভিস কর্মসূচি চালুর মধ্যে দিয়ে অবহেলিত কালিগঞ্জ ও শ্যামনগর এলাকার বেকার যুবক/যুবমহিলারা বেশী উপকৃত হবে। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিজস্ব তত্ববধায়নে বেকারদের কর্মসংস্থান সৃষ্ঠির জন্য নিয়েছেন যুগান্তকারী পদক্ষেপ। নির্বাচনী এস্তেহার অনুযায়ী ঘরে ঘরে বেকারদের কর্মসংস্থানের জন্য ন্যাশনাল কর্মসূচির চালু করেছে। যে সকল ভাই বোনেরা এই কর্মসূচির সাথে সম্পৃক্ত হয়েছেন প্রত্যেকে ফেসবুকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানানোর আহবান জানান। এসময় তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। বিশ্বে বুকে বাংলাদেশ এখন রোল মডেল হিসেবে পরিচিত। ইতিমধ্যে কালিগঞ্জ-শ্যামনগর নির্বাচনী এলাকার দুটি উপজেলার ৪টি শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারি করণ করা হয়েছে এমন দাবী করে তিনি বলেন, আগামি সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। বুধবার সকাল সাড়ে ১০টায় কালিগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে ন্যাশনাল সার্ভিস কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার। উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈন উদ্দিন হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান, সাতক্ষীরা জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক রফিকুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক জহুরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মৌতলা ইউপি চেয়ারম্যান সাঈদ মেহেদী, তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, কৃষ্ণ নগর ইউপি চেয়ারম্যান কেএম মোশারাফ হোসেন, বিষ্ণপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দিন, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইন, কুশুলিয়া ইউনিয়ন আ‘লীগের সভাপতি কাজী কাওফিল-অরা সজল, ধলবাড়িয়া ইউনিয়ন আ‘লীগের সভাপতি সজল মুখার্জি, উপজেলা ছাত্রলীগের সভাপতি গৌতম লস্কর সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী, সরকারী কর্মকর্তা, সাংবাদিক ও প্রশিক্ষনার্থী যুবক/যুবমহিলাবৃন্দ উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্যে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, ২০১০-১১ অর্থ বছরে চালু হওয়া ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতায় দেশের ২৮টি জেলার ৮৮টি উপজেলা এই কর্মসূচি বাস্তবায়নে যুব উন্নয়ন অধিদপ্তর কাজ করছে। এই কর্মসূচি বাস্তবায়নে সরকারের খরচ হয়েছে ১৫‘শ কোটি টাকা। এরই ধারা বাহিকতায় সাতক্ষীরা জেলার শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলায় বেকারদের বেকারদের কর্মস্থানের জন্য ন্যাশনাল সার্ভিসের কাজ চলছে। আড়াই বছর পূর্বে শ্যামনগর উপজেলার বেকারদের কর্মসংস্থান সৃষ্ঠির মাধ্যমে ১৫৭৩ জনকে এই কর্মসূচির আওতায় কর্মস্থানের সুযোগ পেয়েছিল। চালতি মাসের ৩০ তারিখে এই কার্যক্রম শেষ হবে। কালিগঞ্জ উপজেলায়ও ন্যাশনাল সার্ভিস কর্মসূচির কাজ অনুষ্ঠনিক ভাবে উদ্ধোধন করা হল। এ উপজেলায় ৫ম পর্বে দুই হাজার বেকার যুবক ও যুবতীদের প্রশিক্ষণ শেষে কর্মস্থান করা হবে। উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর সূত্রে জানাগেছে, ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতায় দুই হাজার বেকার যুবক ও যুবমহিলাদের কালিগঞ্জ ডিগ্রী কলেজ, রোকেয়া মনসুর মহিলা কলেজ, পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রঙ্গণে ৩টি ভেন্যুতে সকাল ও বিকালে প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।