আন্তর্জাতিক

ট্রাম্প আমার স্ত্রী নন: পুতিন

By Daily Satkhira

September 06, 2017

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আচরণে হতাশ কি না, এমন প্রশ্নের জবাবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ‘ট্রাম্প আমার স্ত্রী নন, আমিও তার স্বামী নই। আমরা দুজনই রাজনীতিতে জড়িত। প্রতিটি দেশেরই নিজস্ব স্বার্থ রয়েছে।’

মঙ্গলবার চীনে ব্রিকস সম্মেলনের অবকাশে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন পুতিন। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রুশ প্রেসিডেন্ট বলেন, আমি যেমন রাশিয়ার স্বার্থে কাজ করছি; ট্রাম্প তেমনি যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থে কাজ করছেন। তবে আমি আশাবাদী যে, বর্তমান মার্কিন প্রেসিডেন্ট দ্বিপাক্ষিক এবং আন্তর্জাতিক সমস্যা নিরসনে সমঝোতায় পৌঁছাতে পারেন।

ট্রাম্পকে তার পদ থেকে অপসারণ করা হলে রাশিয়ার অনুভূতি কেমন হবে, এমন প্রশ্নের জবাবে পুতিন বলেন, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কথা বলাটা রাশিয়ার জন্য একেবারেই ভুল হবে।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের ঘটনায় গত জুলাইয়ে রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। সে সময় ট্রাম্প বলেছিলেন, অনিচ্ছা সত্ত্বেও জাতীয় ঐক্যের তাগিদে তিনি এ সংক্রান্ত বিলে স্বাক্ষর করেছেন।