মো. বশির আহমেদ: জেলা মৎস্যজীবী দলের সাবেক সাধারণ সম্পাদক সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আমানউল্লাহ আমান এর চতুর্থ শাহাদাৎবার্র্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের সভাপতি আবু জাহিদ ডাবলু, জেলা শ্রমিক দলের সভাপতি আঃ সামাদ, জেলা ওয়ালামালীগ সভাপতি ফজলুল করিম, জেলা জাসাস সভাপতি এ্যড. এখলাছুর রহমান বাচ্ছু, জেলা মৎস্যজীবী দলের সভাপতি সাইফুল ইসলাম বাবলু সহ পৌর, সদর ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ। উপস্থিত নেতৃবৃন্দ তাদের আলোচনায় বলেন, আমান হত্যা মামলার প্রত্যেক আসামিকে আইনের মাধ্যমে ফাঁসির দণ্ডে দণ্ডিত করা হবে। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা মোঃ আনোয়ারুল ইসলাম। মামলা সূত্রে জানা যায়, ৬ সেপ্টেম্বর ২০১৩ সালে বেলা ১১ টার সময় সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কস্থ জেলা শিল্পকলা একাডেমি ভবনে জেলা বিএনপির এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির তৎকালীন সভাপতি ও সাধারণ সম্পাদকের দলীয় কোন্দলে প্রতিপক্ষের হামলায় নিহত হন জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক, সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক ভিপি আমানউল্লাহ আমান। ঘটনার পরদিন নিহত আমানউল্লাহ আমান এর মা ফতেমা খাতুন বাদি হয়ে সাবেক জেলা বিএনপির সভাপতি হাবিবুল ইসলাম হাবিবকে প্রধান আসামি করে ৫৩ জনকে জ্ঞাত ও শতাধিক সন্ত্রাসীকে অজ্ঞাত দেখিয়ে সাতক্ষীরা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। চলতি সালের ২৪ জুলাই সাতক্ষীরায় বিএনপি নেতা আমান হত্যা মামলায় বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিবসহ সকল আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে আদালত। বর্তমানে মামলাটি বিচার কার্যক্রম চলমান আছে।