আশাশুনি ব্যুরো: আশাশুনি উপজেলার মধ্যম একসরা দারুল উলুম দাখিল মাদ্রাসার সভাপতি নির্বাচিত হয়েছেন ইউপি সদস্য মোঃ শওকত হোসেন। বুধবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রিজাইডিং অফিসার মোঃ বাকী বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিটির সদস্য আলমগীর হোসেন, দবির উদ্দিন শিকারী, হারুন শিকারী, ইউসুফ আলী সানা, মিকাঈল গাজী, মাষ্টার ধ্রুব কুমার দাশ, শহিদুল্লাহ গাজী ও মাদরাসার সুপার মাওঃ আবু ইয়াহিয়া উপস্থিত ছিলেন। সভায় সভাপতি পদে অন্য কোন প্রার্থী মনোনয়ন পত্র জমা না দেওয়ায় ইউপি সদস্য শওকত হোসেনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত ঘোষণা করা হয়।