কে এম রেজাউল করিম, দেবহাটা: দেবহাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ফলের দোকান, মিষ্টির দোকান ও ফার্মেসিতে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে উপজেলার বিভিন্ন স্থানে উক্ত অভিযান পরিচালনা করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজ আল আসাদের নেতৃত্বে উপস্থিত ছিলেন খুলনা বিএসটিআই এর নির্বাহী ম্যাজিস্ট্র্রেট সাফায়াত হোসেন, দেবহাটা থানার এসআই আব্দুল কাদের, নির্বাহী কর্মকর্তার বেঞ্চ সহকারী শ্যামা প্রসাদ মিস্ত্রী। ভ্রাম্যামাণ আদালতে সখিপুর বাজারের আবুল ফার্মেসিতে কর্মচারীদের ট্রেনিং না থাকায় ৭ হাজার টাকা, মাবিয়া ফার্মেসিতে ৩ হাজার টাকা ও রবীন্দ্র মিষ্টি ভা-ারে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও বিএসটিআই নিবন্ধন না থাকায় ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বিভিন্ন ফলের দোকান গুলোতে ফরমালিন ও বিষাক্ত প্রতিক্রিয়া আছে কি না পরীক্ষার জন্য খুলনা বিএসটিআই ল্যাবরেটরিতে নিয়ে যাওয়া হয়।