আন্তর্জাতিক

মেক্সিকোতে ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামী সতর্কতা

By Daily Satkhira

September 08, 2017

মেক্সিকোর দক্ষিন উপকূলে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত করেছে। আজ শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০:৪৯ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৮। ভূমিকম্প আঘাত হানার পর আশেপাশের ৭টি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়।

এদিকে ভূমিকম্পে দেশটির রাজধানীতে ভবন ধসের ঘটনা ঘটেছে। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্প-প্রবণ লাতিন আমেরিকার ওই দেশটির দক্ষিণ-পশ্চিমে পিজিজিআন শহরে ওই ভূমিকম্প আঘাত হানে। ইউএসজিএস জানায়, এর মাত্রা ছিল ৩৩ কিলোমিটার (২১ মাইল) দক্ষিণ-পশ্চিমে ২৫ কিমি (৭৬ মাইল) গভীরে।