খেলা

সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী না হয়েও ক্লাস করছে ৩০ ছাত্রী! পরিদর্শনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট

By Daily Satkhira

October 08, 2016

এম বেলাল হোসাইন: সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ না হয়েও ক্লাস করার অভিযোগ উঠেছে। মোটা অংকের আর্থিক সুবিধা ও প্রভাবশালীদের তদবিরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন এভাবে অতিরিক্ত প্রায় ৩০ জন শিক্ষার্থীকে ক্লাস করার সুযোগ দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ ফারুক আহমেদ বৃহস্পতিবার বিদ্যালয় পরিদর্শন করেছেন। তবে পরিদর্শনকালে প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন বিদ্যালয়ে না থাকায় শুধু হাজিরা খাতাগুলো দেখেই চলে আসেন তিনি। উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই অভিযোগ পাওয়া যাচ্ছিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ না হয়েও অনেক শিক্ষার্থী দীর্ঘদিন থেকে ক্লাস করে আসছে। এব্যাপারে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ ফারুক আহমেদ বলেন, “আমাদের একটি ফেসবুক পেজ খোলা হয়েছে। সেখানে যে কোন ব্যক্তি সরাসরি অভিযোগ দিতে পারেন। সেখানে একজন একটি অভিযোগ করেছেন যে, ভর্তি পরীক্ষায় যারা টিকেছিলো তারা ছাড়াও নাকি অতিরিক্ত ৩০ জনকে ভর্তি করে ক্লাস করানো হচ্ছে। এ অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার আমি বিদ্যালয়ে গিয়েছিলাম। কিন্তু প্রধান শিক্ষক না থাকায় কোন ক্লাসে কতজন শিক্ষার্থী রয়েছে তাদের হাজিরা খাতা প্রাথমিকভাবে দেখে এসেছি। এসময় একটি হাজিরা খাতা সন্দেজনক হওয়ায় তার ফটোকপি জমা দিতে বলেছি।” এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন বলেন, “অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমাদের স্কুলে কোন অতিরিক্ত ছাত্রীর ক্লাস করার সুযোগ নেই।” এঘটনায় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অলোক তরফদারের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, “যে সময় তিনি এসেছিলেন তখন আমি বাইরে ছিলাম। বিদ্যালয়ে গিয়ে আমি বিষয়টি সম্পর্কে জানতে পেরেছি।”