স্বাস্থ্য

ক্যানসার প্রতিরোধ করে লাল চা!

By Daily Satkhira

September 08, 2017

অনেকের কাছেই রং চা বা লাল চা বেশি পছন্দের নয়। স্বাস্থ্যের জন্য ঝুঁকি থাকলেও দুধ চা পান করতেই বেশি পছন্দ করি আমরা। কিন্তু প্রতিদিন রং চা পান করলে শরীরের অনেক উপকার হয়।

রং চায়ে পলিফেনল নামের অ্যান্টি-অক্সিডেন্ট থাকে যা আমাদের শরীরের কোষকে উজ্জীবিত করে। এছাড়াও শরীরের ডিএনএ অক্ষত রাখে এই রং চা। আসুন জেনে নেয়া যাক রং চায়ের অজানা সব উপকারিতা সম্পর্কে-

১. কার্ডিওভাস্কুলার স্বাস্থ্যের জন্য ভাল: লাল চা হার্টের জন্য ভালো। গবেষণায় বলা হয়, লাল চা খাওয়া কার্ডিওভাসকুলার সমস্যা প্রতিরোধে সাহায্য করে। এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষতিকর কোলেস্টেরলের জারিত হওয়া প্রতিরোধে কাজ করে। নিয়মিত লাল চা খেলে হৃৎপিণ্ড ভালো রাখে।

২. মুখের স্বাস্থ্য ভালো রাখে: অ্যান্টিঅক্সিডেন্ট মুখের ক্যানসার প্রতিরোধ করে। এর মধ্যে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান দাঁতের ক্ষয় তৈরি কারী ব্যাকটেরিয়া প্রতিরোধ করে। এছাড়া এর মধ্যে থাকা ফ্লোরাইড মুখের দুর্গন্ধ দূর করে।

৩. হজম ভালো করে: লাল চায়ের মধ্যে থাকা ট্যানিন হজম প্রক্রিয়াকে সাহায্য করে। এটি অন্ত্রের সমস্যা এবং গ্যাস্ট্রিকের সমস্যার সঙ্গে লড়াই করে। লাল চা অন্ত্রের প্রদাহ প্রতিরোধেও কাজ করে।

৪. এস্থেমা: লাল চায়ের মাঝে এমন কিছু ক্যাফেইন রয়েছে, যা এস্থেমার রোগীদের জন্য অনেক উপকারী। এতে এমন কিছু উপাদান রয়েছে যা ফুসফুসের শ্বাস নেয়ার কষ্ট দূর করে।

৫. ক্যানসার প্রতিরোধে: লাল চায়ের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট রেক্টাল, জরায়ুর ক্যানসার, ফুসফুস ও ব্লাডার ক্যানসার প্রতিরোধ করে। এটি স্তন ক্যানসার, প্রোস্টেট ক্যানসার ও পাকস্থলীর ক্যানসারও প্রতিরোধে কাজ করে।

৬. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়: লাল চা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এর মধ্যে থাকা ট্যানিন ফ্লু, ঠান্ডা, ইনফ্লুয়েঞ্জা আক্রমণ থেকে দেহকে সুরক্ষা দেয়। চার কাপ লাল চা প্রতিদিন গ্রহণ করলে প্রদাহ কমে।

৭. মস্তিষ্ক ও স্নায়ু পদ্ধতিকে উদ্দীপ্ত করে: লাল চা রক্তের পরিবহনকে উন্নত করে। এটি মস্তিষ্ককে শিথিল করতে সাহায্য করে এবং কাজে মনোযোগ বাড়ায়। প্রতিদিন চার কাপ লাল চা খেলে মানসিক চাপ কমে।