দেবহাটা

দেবহাটায় সক্ষরতা দিবসে র‌্যালি ও আলোচনা

By Daily Satkhira

September 08, 2017

দেবহাটা ব্যুরো : দেবহাটায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষ্যে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রশাসনের আয়োজনে শুক্রবার সকাল ৯.৩০ টায় উপজেলা চত্বর হতে র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরনের মধ্যে দিয়ে দিবসটি পালিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ আল আসাদের সভাপতিত্বে মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারের সঞ্চলনায় বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রনজিত কুমার রায়, রিসোর্স সেন্টারের ইন্সট্রক্টার সাইদুর রহমান হক, হাজী কেয়ামউদ্দীন মহিলা কলেজের অধ্যাক্ষ আবুল কালাম, দেবহাটা মডেল হাইস্কুলের সহকারী শিক্ষক গৌর ঘোষ, দেবহাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার, সহকারী শিক্ষক প্রশান্ত কুমার প্রমুখ। অন্যান্যদের মধ্যে সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাঈন, প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা সোহাগ হোসেন, একাডেমিক সুপার ভাইজার মিজানুর রহমান, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা অশিত বরণ রায়, খান বাহাদুর আহ্ছান উল্লা কলেজের অধ্যাক্ষ রিয়াজুল ইসলাম, দেবহাটা কলেজেরে অধ্যাক্ষ একেএম আনিসউজ্জামান, দেবহাটা মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পালসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।